Ajker Patrika

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ইবি ক্যাম্পাস

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৪: ৪০
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ইবি ক্যাম্পাস

২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ রোববার দুপুর ১২টায় 'এ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দেশের ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে এসেছেন পরীক্ষার্থীরা। ১৮ মাস পর যেন প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস। 

জানা যায়, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিনটি ইউনিটে মোট ২২ হাজার ১৩টি আসন রয়েছে, যার বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন ১৪ হাজার ৪০৩ জন। ‘এ’ ইউনিটে ৭ হাজার ৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, ডায়না চত্বর, আমবাগান এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের আঙিনাগুলো ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখর। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে কেউ নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ খুঁজে দেখছেন তাঁদের পরীক্ষার আসন। কেউ আবার ক্যাম্পাস ঘুরে দেখতে ব্যস্ত। 

গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ফারজানা আকতার বলেন, 'গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি। এই পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। আমাদের ভোগান্তি কম হচ্ছে। নিজ জেলায় পরীক্ষা দিতে পারছি। ভালো প্রস্তুতি নিয়েছি।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত