প্রতিনিধি, জাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক হয়েছে। মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী ৭ নভেম্বর শুরু হবে ভর্তি পরীক্ষা। শিফট পদ্ধতিতে এ পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম কমিটির সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় গৃহীত সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নিয়েছেন। মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে এ তারিখেই পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ।’
ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘আগের পদ্ধতিতেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় চারটি উপকমিটি গঠন করেছে। প্রশ্ন কমিটির ব্যাপারে অনুষদের ডিনদের চিঠি দেওয়া হয়েছে।’
ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান আরও বলেন, ‘২১ সেপ্টেম্বর থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। এবারের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস ও হলে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। শারীরিক দূরত্ব বজায় রাখতে ভর্তি পরীক্ষার পরিসর বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা চলছে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ ভবনে পরীক্ষার আসন বিন্যাস হতে পারে।’
উল্লেখ্য, চলতি বছর এক হাজার ৮৮৯ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ সাত হাজার ৯৭৮টি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোট নয়টি ইউনিটের জন্য আলাদাভাবে ফরম পূরণ করতে হয়েছে। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ৬৮ হাজার ২০২ জন, ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ৩৭ হাজার ৮৪৭ জন, ‘সি’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ) ৪১ হাজার ৬৭৭ জন, ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত¡ এবং চারুকলা বিভাগ) ১০ হাজার ২৬৮ জন, ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ৬৯ হাজার ১২৯ জন, ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ১৮ হাজার ৩৩ জন, ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) ২৪ হাজার ৭৩ জন, ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) আট হাজার ৮৬১ জন, ‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ২৩ হাজার ২৪০ জন এবং ‘আই’ ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ছয় হাজার ৭১০ জন শিক্ষার্থী আবেদন করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক হয়েছে। মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী ৭ নভেম্বর শুরু হবে ভর্তি পরীক্ষা। শিফট পদ্ধতিতে এ পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম কমিটির সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় গৃহীত সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে এ সিদ্ধান্ত নিয়েছেন। মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে এ তারিখেই পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ।’
ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘আগের পদ্ধতিতেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় চারটি উপকমিটি গঠন করেছে। প্রশ্ন কমিটির ব্যাপারে অনুষদের ডিনদের চিঠি দেওয়া হয়েছে।’
ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান আরও বলেন, ‘২১ সেপ্টেম্বর থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। এবারের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস ও হলে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। শারীরিক দূরত্ব বজায় রাখতে ভর্তি পরীক্ষার পরিসর বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা চলছে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ ভবনে পরীক্ষার আসন বিন্যাস হতে পারে।’
উল্লেখ্য, চলতি বছর এক হাজার ৮৮৯ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ সাত হাজার ৯৭৮টি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোট নয়টি ইউনিটের জন্য আলাদাভাবে ফরম পূরণ করতে হয়েছে। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ৬৮ হাজার ২০২ জন, ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ৩৭ হাজার ৮৪৭ জন, ‘সি’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ) ৪১ হাজার ৬৭৭ জন, ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত¡ এবং চারুকলা বিভাগ) ১০ হাজার ২৬৮ জন, ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) ৬৯ হাজার ১২৯ জন, ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ১৮ হাজার ৩৩ জন, ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) ২৪ হাজার ৭৩ জন, ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) আট হাজার ৮৬১ জন, ‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ২৩ হাজার ২৪০ জন এবং ‘আই’ ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ছয় হাজার ৭১০ জন শিক্ষার্থী আবেদন করেছে।
দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৫’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত ৫ আগস্ট ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
৪ ঘণ্টা আগেপ্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ তাদের বাংলাদেশ স্টাডিজ কোর্সের শিক্ষার্থীদের জন্য গত ৪ আগস্ট একটি শিক্ষা সফরের আয়োজন করে। এই শিক্ষা সফরে তারা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমিসহ অন্যান্য বেশ কিছু
৫ ঘণ্টা আগেডিজিটাল যুগে ঘরে বসে লেখালেখির মাধ্যমে আয় করা এখন আর স্বপ্ন নয়—বাস্তব। বরং এটি হয়ে উঠেছে একটি প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার পথ। আপনি যদি বাংলা বা ইংরেজি ভাষায় সৃজনশীল কিংবা তথ্যভিত্তিক লেখালেখিতে দক্ষ হন, তাহলে আপনার জন্য রয়েছে একাধিক অনলাইন প্ল্যাটফর্ম।
১৯ ঘণ্টা আগেথাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১৯ ঘণ্টা আগে