সাক্ষাৎকার /সম্ভাবনাময় পেশা ভিসা প্রসেসিং অ্যানালিস্ট
একজন ভিসা প্রসেসিং অ্যানালিস্টকে অনেক কাজ করতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ভিসা আবেদন যাচাই ও মূল্যায়ন। আবেদনকারীর সব নথি (পাসপোর্ট, ছবি, ফরম, ফিন্যান্সিয়াল ডকুমেন্টস ইত্যাদি) নির্ভুলভাবে যাচাই করে দেখা যে সেগুলো সংশ্লিষ্ট দেশের ভিসার নিয়ম অনুযায়ী সঠিক কি না।