Ajker Patrika

অবৈধ অনুপ্রবেশকারী ৫ ভারতীয় নাগরিককে কারাভোগের পর ফেরত

হিলি স্থলবন্দর, প্রতিনিধি
অবৈধ অনুপ্রবেশকারী ৫ ভারতীয় নাগরিককে কারাভোগের পর ফেরত

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক নারী-পুরুষসহ ৫ ভারতীয় নাগরিককে ৮ থেকে ২৬ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ভারতে ফেরত পাঠানো হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁদের দেশ ভারতে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বাংলাদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করে। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। 

এদের মধ্যে একজন মাদক মামলার আসামি ছিলেন। তিন বছর কারাভোগ শেষে তাঁকেও ভারতে ফেরত পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ বদিউজ্জামান। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা বদিউজ্জামান বলেন, আটক এসব ভারতীয় নাগরিকেরা নওগাঁর পোরশা সীমান্তসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করলে সীমান্তে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাঁদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত অনুপ্রবেশের দায়ে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। 

ভারতে ফেরত পাঠানো নাগরিকেরা হলেন—ভারতের বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের নরেন হাঁসদার ছেলে ছামিউল হাঁসদা, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার চোরদিঘি গ্রামের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি, বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের মন্টু মুর্মুর স্ত্রী শান্তনা মুর্মু, দক্ষিণ দিনাজপুর জেলার পশ্চিম আপতুর গ্রামের হোপনার ছেলে লিপলাল হেমবোম ও আসাম জেলার কালাইর আলগা গ্রামের শহিদুর রহমানের ছেলে নুর আমিন শেখ। 

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ খায়রুল বাসার জানান, ‘এসব ভারতীয় নাগরিকদের কারাভোগ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ তাদের ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এদের মধ্যে একজনকে মাদকের মামলায় আটক হয়েছিল। তিন বছর কারাভোগের পর তাঁকেও তার দেশ ভারতে ফেরত পাঠানো হলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত