Ajker Patrika

ছাত্রলীগ নেত্রীর সঙ্গে নেতার আপত্তিকর চ্যাটিং ফেসবুকে, থানায় জিডি 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ছাত্রলীগ নেত্রীর সঙ্গে নেতার আপত্তিকর চ্যাটিং ফেসবুকে, থানায় জিডি 

রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবীন সবুজের নামে সক্রিয় একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে ছাত্রলীগের এক নেত্রীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টিকে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রলীগ নেতা। গতকাল রোববার নগরীর রাজপাড়া থানায় এই জিডি করেন মুবীন নিজেই।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত ২৯ মার্চ রাত ১১টায় এক ছোট ভাইয়ের মাধ্যমে তিনি জানতে পারেন যে, ডা. সিরাজুম মুবীন সবুজ নামে ফেইক ফেসবুক আইডি খুলে তাঁর নাম ব্যবহার করে খারাপ ছবি ও বাজে চ্যাট লিস্ট বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও অপপ্রচার। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাই তিনি এ জিডি করছেন। 

জিডিতে তিনি আরও উল্লেখ করেন, সিহাব অনিক নামের একটি ফেসবুক আইডি থেকে ‘সিন্ডিকেট’ নামের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে চ্যাট লিস্টগুলো দেওয়া হয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি অপপ্রচারকারীর পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। প্রয়োজনে তিনি এ নিয়ে মামলা করবেন।

এই জিডির সত্যতা স্বীকার করে ছাত্রলীগ নেতা ডা. সিরাজুম মুবীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মহানগর ছাত্রলীগের এক নেত্রীর সঙ্গে আমার ফেসবুক চ্যাট লিস্ট তৈরি করা হয়েছে। এতে খুবই আপত্তিকর কথাবার্তা এবং ছবির আদান-প্রদান দেখানো হয়েছে। এ নিয়ে আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। যার সঙ্গে এই চ্যাট লিস্ট দেখানো হচ্ছে, সে-ও সবাইকে বলেছে যে তার সঙ্গে আমার এ ধরনের কোনো কথা কখনো হয়নি। সেই জন্য থানায় জিডি করেছি।’ 

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। গতকাল সন্ধ্যার পরে থানায় যোগ দিয়েছি। জিডির বিষয়টি আমার জানা নেই। এ ধরনের জিডি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত