নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবীন সবুজের নামে সক্রিয় একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে ছাত্রলীগের এক নেত্রীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টিকে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রলীগ নেতা। গতকাল রোববার নগরীর রাজপাড়া থানায় এই জিডি করেন মুবীন নিজেই।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত ২৯ মার্চ রাত ১১টায় এক ছোট ভাইয়ের মাধ্যমে তিনি জানতে পারেন যে, ডা. সিরাজুম মুবীন সবুজ নামে ফেইক ফেসবুক আইডি খুলে তাঁর নাম ব্যবহার করে খারাপ ছবি ও বাজে চ্যাট লিস্ট বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও অপপ্রচার। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাই তিনি এ জিডি করছেন।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, সিহাব অনিক নামের একটি ফেসবুক আইডি থেকে ‘সিন্ডিকেট’ নামের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে চ্যাট লিস্টগুলো দেওয়া হয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি অপপ্রচারকারীর পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। প্রয়োজনে তিনি এ নিয়ে মামলা করবেন।
এই জিডির সত্যতা স্বীকার করে ছাত্রলীগ নেতা ডা. সিরাজুম মুবীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মহানগর ছাত্রলীগের এক নেত্রীর সঙ্গে আমার ফেসবুক চ্যাট লিস্ট তৈরি করা হয়েছে। এতে খুবই আপত্তিকর কথাবার্তা এবং ছবির আদান-প্রদান দেখানো হয়েছে। এ নিয়ে আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। যার সঙ্গে এই চ্যাট লিস্ট দেখানো হচ্ছে, সে-ও সবাইকে বলেছে যে তার সঙ্গে আমার এ ধরনের কোনো কথা কখনো হয়নি। সেই জন্য থানায় জিডি করেছি।’
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। গতকাল সন্ধ্যার পরে থানায় যোগ দিয়েছি। জিডির বিষয়টি আমার জানা নেই। এ ধরনের জিডি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবীন সবুজের নামে সক্রিয় একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে ছাত্রলীগের এক নেত্রীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টিকে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রলীগ নেতা। গতকাল রোববার নগরীর রাজপাড়া থানায় এই জিডি করেন মুবীন নিজেই।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত ২৯ মার্চ রাত ১১টায় এক ছোট ভাইয়ের মাধ্যমে তিনি জানতে পারেন যে, ডা. সিরাজুম মুবীন সবুজ নামে ফেইক ফেসবুক আইডি খুলে তাঁর নাম ব্যবহার করে খারাপ ছবি ও বাজে চ্যাট লিস্ট বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও অপপ্রচার। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাই তিনি এ জিডি করছেন।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, সিহাব অনিক নামের একটি ফেসবুক আইডি থেকে ‘সিন্ডিকেট’ নামের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে চ্যাট লিস্টগুলো দেওয়া হয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি অপপ্রচারকারীর পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। প্রয়োজনে তিনি এ নিয়ে মামলা করবেন।
এই জিডির সত্যতা স্বীকার করে ছাত্রলীগ নেতা ডা. সিরাজুম মুবীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মহানগর ছাত্রলীগের এক নেত্রীর সঙ্গে আমার ফেসবুক চ্যাট লিস্ট তৈরি করা হয়েছে। এতে খুবই আপত্তিকর কথাবার্তা এবং ছবির আদান-প্রদান দেখানো হয়েছে। এ নিয়ে আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। যার সঙ্গে এই চ্যাট লিস্ট দেখানো হচ্ছে, সে-ও সবাইকে বলেছে যে তার সঙ্গে আমার এ ধরনের কোনো কথা কখনো হয়নি। সেই জন্য থানায় জিডি করেছি।’
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। গতকাল সন্ধ্যার পরে থানায় যোগ দিয়েছি। জিডির বিষয়টি আমার জানা নেই। এ ধরনের জিডি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে