Ajker Patrika

ছুরিকাঘাত আহত তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
ছুরিকাঘাত আহত তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতের দুদিন পর আল আমিন (২১) নামের এক তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

নিহত তরুণ উপজেলার আশেকপুর ইউনিয়নের শাকপালা দক্ষিনপাড়া গ্রামের নজরুল ইসলাম প্রামানিকের ছেলে। একই ঘটনায় আহত আরেক যুবক ফয়সাল (২২) একই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি একই এলাকার শেখ মনিরের ছেলে। 

সন্ত্রাসীরা তাঁর বুকের বাম পাঁজরে ছুরিকাঘাত করেছিল। 

এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ির অদূরে বয়রাদিঘী দ্বিতীয়তলা জামে মসজিদের সামনে আল আমিনকে ছুরিকাঘাত এবং ফয়সালকে মেরে হাত ভেঙে দেয় সন্ত্রাসীরা। 

আহত ফয়সালের মা খুলি বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার আল আমিন ও ফয়সালকে মারে সন্ত্রাসীরা। তবে ভয়ে আমরা থানায় জানাই নাই। ফয়সালের হাত ভেঙে দিয়েছে। তার অবস্থাও ভালো না। সে হাসপাতালে চিকিৎসাধীন।’ 

নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতে আমার ছেলে আল আমিনকে ছুরিকাঘাত করে। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়। কারা এবং কেন হত্যা করেছে তা আমি বলতে পারব না।’ 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনা আমাদের কেউ জানায়নি। মারা যাওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবার থেকে এখনো থানায় আসেনি। মামলা হয়নি। জড়িতদের ধরতে পুলিশ মাঠে কাজ শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত