Ajker Patrika

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১: ২৮
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ার সদর উপজেলায় খায়রুল ইসলাম (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বুধবার রাত সোয়া ১০টার দিকে সদরের কানছগাড়ি এলাকায় তাঁকে কুপিয়ে আহত করা হয়। পরে রাত সোয়া ১১ দিকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা মাদকের জেরে খুন হন খায়রুল। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

পেশায় মাইক্রোবাস চালক খায়রুল বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করতেন। তিনি রংপুর সদরের মিস্ত্রিপাড়ার আব্দুল খালেকের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আমরা জানতে পেরেছি নিহত খায়রুল মাদক সেবন করতেন। তিনি মাদক কিনতেই কানছগাড়ি এলাকায় এসেছিলেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মাদক সংক্রান্ত কোনো জেরে তাকে হত্যা করা হতে পারে। 

তিনি আরও বলেন, এক যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের তদন্ত ও অভিযান চলছে। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে জাহাজ নির্মাণের জন্য ২১ মিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত