Ajker Patrika

দুই ইউপি সদস্যের দ্বন্দ্বের জেরে প্রাণ গেল কিশোরের

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
দুই ইউপি সদস্যের দ্বন্দ্বের জেরে প্রাণ গেল কিশোরের

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই ইউপি সদস্যর দ্বন্দ্বের জেরে মারধরে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক কিশোর মারা গেছেন। আজ বুধবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত কিশোরের নাম মো. শাকিব (১৮)। তিনি উপজেলার বড়তিতখুর গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

উপজেলার খরণা ইউনিয়নের সংরক্ষিত আসন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য সেলিনা আকতার মুন্নি এবং ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমানের দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা আকতার মুন্নি বীরগ্রাম দক্ষিণপাড়া গ্রামে রাস্তায় সিসি ঢালাই কাজের জন্য সরকারি বরাদ্দ পান। ওই কাজ নিয়ে নারী সদস্যের সঙ্গে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমানের দ্বন্দ্ব শুরু হয়। কাজ শেষে অবশিষ্ট কিছু বালু রাস্তার পাশে পড়েছিল। ইউপি সদস্য জিয়াউর রহমানের সহযোগী নয়নসহ (২৭) বেশ কয়েকজন সেই বালু নিয়ে যান।

এ নিয়ে সংরক্ষিত ওই নারী সদস্যে সেলিনা আকতার মুন্নির পক্ষ হয়ে তাঁর (মুন্নির) ছেলে মিনহাজ (২৮) ও শাকিব অপর পক্ষের ইউপি সদস্য জিয়াউর রহমান ও তার সহযোগী নয়নের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

এই ঘটনার জের ধরে গত রোববার (৩০ অক্টোবর) রাতে বীরগ্রাম এলাকায় নয়ন এবং তাঁর সহযোগীরা শাকিবকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারধর করে আহত করেন। স্থানীয়রা শাকিবকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি নেন। এ ঘটনায় শাকিবের মা আছমা খাতুন বাদী হয়ে ইউপি সদস্য জিয়াউর রহমানসহ নামীয় ৭ জন এবং অজ্ঞাত ৪ জনসহ মোট ১১ জনকে আসামি করে গত সোমবার (৩১ অক্টোবর) বিকেলে শাজাহানপুর থানায় মামলা করেন। বুধবার (২ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিবের মৃত্যু হয়। 

এ বিষয়ে জানতে ইউপি সদস্য জিয়াউর রহমানের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরিবারের কোনো সদস্য এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, নারী ও পুরুষ সদস্যদের মধ্যে প্রকল্পের কাজ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বালু নিয়ে যাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মারধরে মামলা হয়েছিল। শাকিব মারা যাওয়ায় এখন তা হত্যা মামলায় রূপান্তর হবে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত