Ajker Patrika

বিজিবি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি
বিজিবি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ২

নওগাঁর ধামইরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব) এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রোববার রাতে ভারতে পালিয়ে যাওয়ায় সময় জয়পুরহাটের পাঁচবিবি থানার ধুরইল সীমান্ত থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধামইরহাট উপজেলার রসুলবিল ধন্দুপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৫৫) ও মেহেদী হাসান রাজু (২৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার রাতে ধামইরহাটের বস্তাবর সীমান্তে বিজিবি সদস্য নায়েব সুবেদার মুজিবুর রহমানের নেতৃত্বে তিনজন টহল দিচ্ছিলেন। হঠাৎ টহল দলের নজরে আসে যে ৮-১০ জন মাদক ব্যবসায়ী অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ে আসছেন। এ সময় টহল দল তাঁদের আটকের চেষ্টা করলে রেজাউল করিম, মেহেদী হাসানসহ বাকিরা দেশীয় অস্ত্র দিয়ে বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মজিবুর রহমানসহ দুজন গুরুতর আহত হন।

এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করে ধামইরহাট থানায় সাতজনসহ অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আসামিদের ধামইরহাট থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম রাকিবুল হুদা বলেন, আসামিদের থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত