Ajker Patrika

রাবি শিক্ষিকার ধাওয়ায় ছিনতাইকারী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাবি শিক্ষিকার ধাওয়ায় ছিনতাইকারী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। 

গতকাল সোমবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় তাকে ধাওয়া করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নূর-এ-সাবিহার গাড়িচালক। এ সময় তিনি গাড়িতেই ছিলেন। ধাওয়া করে ক্যাম্পাস সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আটক ছিনতাইকারীর নাম মো. অন্তর (২৫)। তিনি নগরীর শাহমখদুম থানা এলাকার বাগানপাড়ার আব্দুর রহমানের ছেলে। মোবাইল ছিনতাইয়ের শিকার ওই নারী মতিহার শাখা সোনালী ব্যাংকে চাকরি করেন বলে জানা গেছে।

শিক্ষক নূর-এ-সাবিহা আজকের পত্রিকাকে বলেন, সকালে বিভাগের দিকে যাচ্ছিলাম। এ সময় আমার সামনেই একজন নারীর মোবাইল ছিনতাই করে পালাচ্ছিলেন ওই ছিনতাইকারী। এটি দেখে আমি আমার চালককে ছিনতাইকারীকে ধাওয়া করতে বলি। ছিনতাইকারী কাজলা গেটের দিকে ছুটেন। তাকে অটো থেকে নামতে বলেন আমার গাড়ির চালক। কিন্তু সে না নেমে পালাতে চেষ্টা করে। এ সময় আমার গাড়ির চালক জানালা খুলে চিৎকার দিলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে। ছিনতাইকারীর কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা গেছে। আমার গাড়িচালকের কারণেই এটি সম্ভব হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ভুক্তভোগীকে ফোনটি দেওয়া হয়েছে। ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত