Ajker Patrika

দুর্গাপুর চৌকি আদালতের সামনে দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরার সময় আটক ২

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১২: ৪০
দুর্গাপুর চৌকি আদালতের সামনে দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরার সময় আটক ২

নেত্রকোনার দুর্গাপুর চৌকি আদালতের সামনে থেকে রামদা ও লোহার পাইপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ সোলায়মান কবীর সিসি ক্যামেরায় দুই যুবককে দেশীয় অস্ত্র হাতে ঘোরাফেরা করতে দেখেন। পরে তিনি দুর্গাপুর থানায় বিষয়টি জানালে পুলিশ তাঁদের আটক করে। 

দুর্গাপুর থানার উপপরিদর্শক মো. খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলেন জেলার দুর্গাপুর উপজেলার নলজোড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রাজন (৩৯) এবং একই এলাকার মাসুদ মিয়ার ছেলে শুভ হাসান (১৯)। 

পুলিশ জানায়, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরার করা আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগের শুনানি ও সাক্ষ্য চলাকালে আদালতের বিচারক সিসি ক্যামেরায় দুই যুবককে দেশীয় অস্ত্র হাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। খবর পেয়ে পুলিশ ওই দুই যুবককে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে তিন ফুট চার ইঞ্চি লম্বা একটি রামদা ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে। 

মামলার বাদী দুর্গাপুর থানার উপপরিদর্শক মো. খায়রুল ইসলাম বলেন, আসামিরা উপস্থিত সাক্ষীদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে ঘোরাফেরা করতে থাকেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত