বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জন বহিরাগত শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
প্রক্টোরিয়াল মোবাইল টিমের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশ টিম গাঁজা সেবনরত অবস্থায় ৩ ছেলে ও ২ মেয়ে শিক্ষার্থীকে আটক করেছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে ওই ৫ জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক লুৎফুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর নিষেধাজ্ঞা অমান্য করে তিন ছেলে ও দুই মেয়ে রাত ১০টা থেকে নদীর পাড়ে অবস্থান করছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয় পুলিশকে জানানো হলে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সহযোগিতা নিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় ৫ গ্রাম গাঁজাসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের সঙ্গে দুটি মোটরসাইকেলও পাওয়া গেছে।
আটক পাঁচজন হলেন, মারিয়া আক্তার পুতুল (১৯), শাহানুর আহমেদ (১৯), জিএম শহিদুল্লাহ (১৮), জারিন তাসনিম রীতি (১৮) ও শামস ইবনে আমিন (১৯)। আটক শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং সবাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন বলেন, গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের হাতেনাতে আটক করা হয়েছে। আটকদের মধ্যে অনেকেই দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সেবন করে আসছে বলে জানতে পেরেছি। আটকদের মধ্যে দুজনকে অভিভাবকের অনুরোধে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩ জনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘আটক সবাইকে থানায় পাঠানো হয়নি। বিশ্ববিদ্যালয় থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই বাকি তিনজনকেও বিশ্ববিদ্যালয়ের কাছে সোপর্দ করে দিয়েছি। তাঁদের সবাইকে আমার কাছে পাঠানো হলে ব্যবস্থা নেওয়া যেত।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জন বহিরাগত শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
প্রক্টোরিয়াল মোবাইল টিমের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশ টিম গাঁজা সেবনরত অবস্থায় ৩ ছেলে ও ২ মেয়ে শিক্ষার্থীকে আটক করেছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে ওই ৫ জনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক লুৎফুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীর নিষেধাজ্ঞা অমান্য করে তিন ছেলে ও দুই মেয়ে রাত ১০টা থেকে নদীর পাড়ে অবস্থান করছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয় পুলিশকে জানানো হলে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সহযোগিতা নিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় ৫ গ্রাম গাঁজাসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের সঙ্গে দুটি মোটরসাইকেলও পাওয়া গেছে।
আটক পাঁচজন হলেন, মারিয়া আক্তার পুতুল (১৯), শাহানুর আহমেদ (১৯), জিএম শহিদুল্লাহ (১৮), জারিন তাসনিম রীতি (১৮) ও শামস ইবনে আমিন (১৯)। আটক শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং সবাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন বলেন, গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের হাতেনাতে আটক করা হয়েছে। আটকদের মধ্যে অনেকেই দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সেবন করে আসছে বলে জানতে পেরেছি। আটকদের মধ্যে দুজনকে অভিভাবকের অনুরোধে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩ জনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘আটক সবাইকে থানায় পাঠানো হয়নি। বিশ্ববিদ্যালয় থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই বাকি তিনজনকেও বিশ্ববিদ্যালয়ের কাছে সোপর্দ করে দিয়েছি। তাঁদের সবাইকে আমার কাছে পাঠানো হলে ব্যবস্থা নেওয়া যেত।’
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে