Ajker Patrika

জীবননগরে 'প্রেমিকের' বাড়িতে কিশোরীর সন্তান প্রসব

প্রতিনিধি
জীবননগরে 'প্রেমিকের' বাড়িতে কিশোরীর সন্তান প্রসব

জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামে অবিবাহিত যুবতি ফাতেমা খাতুন (১৫) কথিত প্রেমিকের বাড়িতে গিয়ে বাচ্চা প্রসব করেছে। গতকাল রোববার দিবাগত রাতে স্থানীয় রাজু মিয়ার (২০) বাড়িতে এ ঘটনা ঘটে। তবে রাজুর পরিবার মেয়েটিকে মেনে নেয়নি। মেয়েটি বর্তমানে একই গ্রামে নবজাতকসহ তার দাদা শাহাদত মন্ডলের বাড়িতে আছেন।

ফাতেমা খাতুন বলেন, রাজুর সঙ্গে পাঁচ বছর ধরে আমার প্রেমের সম্পর্ক। আমাদের মধ্যে মন দেওয়া-নেওয়ার পাশাপাশি বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও হয়েছে। এক পর্যায়ে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। বিষয়টি রাজুকে জানালে সে একটি কাগজে আমার স্বাক্ষর নিয়ে বলে আমরা এখন থেকে বিবাহিত। গর্ভের সন্তানের বয়স দশ মাস হলে আমি ঢাকা থেকে সম্প্রতি দাদার বাড়িতে চলে আসি। শরীরের তেমন কোনো পরিবর্তন না হওয়ায় আমার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি কেউ টের পায়নি। রোববার ভোর ৪টার দিকে প্রসব বেদনা শুরু হলে আমি দাদার বাড়ি থেকে রাজুদের বাড়িতে চলে যাই। রাজুদের বাড়ির উঠানে পুত্র সন্তানের জন্ম হয়। তবে রাজুর পরিবার আমাকে মেনে না নিয়ে সন্তানসহ দাদার বাড়িতে রেখে যায়। রাজু আমাকে বিয়ে করেছে বললেও আমাকে কোনো কাগজপত্র দেয়নি।

অভিযুক্ত রাজুর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তার ফোনে নম্বরে যোগাযোগের চেষ্টা কো হলে সাংবাদিক পরিচয় পেয়েই কল কেটে দেন। রাজুর বাবা মহিউদ্দিন ও মা ববিতা খাতুন বলেন, রাজুর সঙ্গে ফাতেমার কোনো সম্পর্কের খবর আমাদের জানা ছিল না। রোববার ভোরে ফাতেমা হঠাৎ আমাদের বাড়িতে আসে এবং বাচ্চা প্রসব করে। রাজুকে নবজাতকের পিতা বলে দাবি করে ফাতেমা।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ইদবারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি আমরা স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চালাচ্ছি। দেখা যাক কী করতে পারি।

উপজেলার কালা গাঙপাড়ার মাসুদ রানার মেয়ে ফাতেমা খাতুন (১৫) এবার এসএসসি পরীক্ষা দেবে। একই গ্রামের মহিউদ্দিনের ছেলে রাজু মিয়া (২০) এইচএসসি পরীক্ষার্থী। ফাতেমা খাতুনের বাবা-মা ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করেন। এই সুবাদে ফাতেমা ঢাকাতেই লেখাপড়া করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত