আত্মহত্যায় কৃষক মরছে, মোদি ব্যস্ত আত্মপ্রচারে: রাহুল
কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ বৃহস্পতিবার মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার ঘটনা নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়েছেন। তিনি বলেছেন, কৃষকেরা যখন ঋণের ভারে দিন দিন ডুবে গেলেও সরকার উদাসীন। তিনি বলেছেন, কৃষকের মরছে, আর মোদি নিজের প্রচারণার ‘সুফল’ দেখতে ব্যস্ত।