Ajker Patrika

বায়ুদূষণ সামলাতে এবার কৃত্রিম বৃষ্টি নামাবে ভারত

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৩: ১৩
তারিখ পিছিয়ে আগস্টের ৩০ তারিখে কৃত্রিম বৃষ্টি নামাবে ভারত। ছবি: সংগৃহীত
তারিখ পিছিয়ে আগস্টের ৩০ তারিখে কৃত্রিম বৃষ্টি নামাবে ভারত। ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রায়ই শীর্ষে থাকে ভারতের রাজধানী নয়াদিল্লি। যানবাহন নিয়ন্ত্রণসহ নানা পদক্ষেপেও দূষণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দূষণ কমাতে এবার ক্লাউড সিডিং পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি নামাবে ভারত।

চলতি মাসের ৪ থেকে ১১ তারিখ পর্যন্ত এ পরীক্ষা চালানোর কথা ছিল। তবে, বর্ষার কারণে এক মাস পেছানো হলো তারিখ।

নতুন তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৩০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর। ভারতের পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।

পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা জানান, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) ৪ থেকে ১১ জুলাইয়ের মধ্যে পরীক্ষার অনুমতি দিয়েছিল। কিন্তু আবহাওয়া দপ্তর ও পুনের ট্রপিক্যাল মেটেরোলজি ইনস্টিটিউটের মতে, এই সময় বর্ষার মেঘ পরীক্ষার জন্য উপযুক্ত নয়। তাই দিল্লি সরকার আইআইটি কানপুরের সঙ্গে আলোচনা করে সময় পিছিয়ে দিয়েছে।

মন্ত্রী বলেন, ‘আমরা ডিজিসিএর কাছে ১০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ট্রায়ালের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুমতি এখন আমরা পেয়ে গেছি। এবার দিল্লি প্রথমবারের মতো আকাশ থেকে কৃত্রিম বৃষ্টির পরীক্ষা দেখবে। এটি একটা ঐতিহাসিক পদক্ষেপ।’

এ সময় আম আদমি পার্টি সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘গত দশ বছর ধরে কৃত্রিম বৃষ্টি নিয়ে শুধু কথা হয়েছে, কিন্তু কেউ তা বাস্তবায়ন করেনি। আমরা ১৩টি বিভাগের সঙ্গে সমন্বয় করে সব অনুমোদন জোগাড় করেছি। এই উদ্যোগটা আমরা নিয়েছি, এটা আমাদের সাফল্য।’

উল্লেখ্য, গত বছর আম আদমি পার্টির পরিবেশমন্ত্রী গোপাল রাই কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবকে একাধিক চিঠি লিখে কৃত্রিম বৃষ্টি অনুমোদনের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তিনি অভিযোগ করেন, যাদব তাতে কোনো সাড়া দেননি।

এই প্রকল্পে দিল্লির উত্তর-পশ্চিম এবং বাইরের কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে পাঁচটি উড়োজাহাজ আকাশে ওড়ানো হবে। প্রতিটি বিমান প্রায় ৯০ মিনিট করে আকাশে থাকবে। এ সময় তারা আকাশে থাকা মেঘে একটি বিশেষ রাসায়নিক মিশ্রণ ছিটিয়ে দেবে। এই রাসায়নিক মিশ্রণ মেঘের ভেতরে বৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে উদ্দীপিত করবে এবং বৃষ্টি হবে।

উল্লেখ্য, বিশেষ ওই রাসায়নিক ভারতেই তৈরি হয়েছে। আইআইটি কানপুর তৈরি করেছে সেটি।

প্রতিটি বিমানের গন্তব্যে প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এ কাজ হবে। এই পুরো পরীক্ষার জন্য ৩ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ রেখেছে দিল্লি সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত