নারী কুস্তিগিরদের ‘যৌন হয়রানি’ ও ‘উত্ত্যক্তের’ অভিযোগে পুলিশি মামলার মুখে ভারতের কুস্তিগির সংস্থার প্রধান সমন্বয়ক ও বিজেপি নেতা ভূষণ স্মরণ সিং। সাত নারী কুস্তিগিরের লিখিত অভিযোগ ও দিল্লিতে কুস্তিগিরদের অব্যাহত বিক্ষোভের মুখে ১ হাজার পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন দিয়েছে দিল্লি পুলিশ। সেই প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভূষণ স্মরণ সিং বিজেপির দলীয় সংসদ সদস্য। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ‘শ্লীলতাহানির’ মামলাসহ যৌন হয়রানি ও উত্ত্যক্তের মামলা হতে পারে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
এর আগে ২০২১ সালে সাতজন নারী কুস্তিগির ভূষণ স্মরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানি ও অশোভন আচরণের অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগকারীদের সাতজনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। এ অভিযোগের পরই দেশের কুস্তিগিরেরা রাজধানীতে বিক্ষোভ শুরু করেন। শুরুতে সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়া না হলেও দেশে ও বাইরের নানামুখী চাপের মুখে কুস্তিগিরদের অভিযোগ আমলে নেওয়ার কথা জানানো হয়েছে। বিক্ষোভকালে কুস্তিগিরেরা পুলিশের নির্যাতনেরও শিকার হয়েছেন।
সর্বশেষ গত সপ্তাহে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর অলিম্পিকে পদক জয়ী কুস্তিগির বজরং পুনিয়া ও সাক্ষী মালিকের সঙ্গে বৈঠক করেন। সেখানে ১৫ জুনের মধ্যে এসব অভিযোগের তদন্ত শেষ হবে বলে আশ্বাস দেন। পরে সেই আশ্বাসে কুস্তিগিরেরা বিক্ষোভ স্থগিত করেন।
তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূষণ সিংয়ের বিরুদ্ধে ‘যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা’ আইনে কোনো মামলা হবে না। প্রতিবেদনের ৫০০ পাতাজুড়ে অপ্রাপ্তবয়স্ক নারী কুস্তিগিরের অভিযোগ তদন্তের বিবরণ রয়েছে। সেই অভিযোগটি বাতিলের দাবি করা হয়েছে।
প্রতিবেদনে দিল্লি পুলিশ উল্লেখ করেছে, ‘১৭৩ নম্বর ধারা অনুযায়ী ভুক্তভোগী ও তার বাবার জবানবন্দির ওপর ভিত্তি করে অভিযোগটি বাতিলের জন্য সুপারিশ করা হলো।’
তদন্তকালে দিল্লি পুলিশ পাঁচটি দেশের ফেডারেশনের কাছ থেকে স্মরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তথ্য চেয়ে অনুরোধ করেছিল। বিভিন্ন দেশে গিয়ে কুস্তিগিরেরা যেখানে ছিলেন সেখানকার ছবি, ভিডিও এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করেছে তদন্ত দল। বিশেষ এ তদন্ত দল ১৮০ জনের বক্তব্যের ভিত্তিতে স্মরণ সিংয়ের দুটি অভিযোগ (এফআইআর) দায়ের করেছে।
নারী কুস্তিগিরদের ‘যৌন হয়রানি’ ও ‘উত্ত্যক্তের’ অভিযোগে পুলিশি মামলার মুখে ভারতের কুস্তিগির সংস্থার প্রধান সমন্বয়ক ও বিজেপি নেতা ভূষণ স্মরণ সিং। সাত নারী কুস্তিগিরের লিখিত অভিযোগ ও দিল্লিতে কুস্তিগিরদের অব্যাহত বিক্ষোভের মুখে ১ হাজার পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন দিয়েছে দিল্লি পুলিশ। সেই প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভূষণ স্মরণ সিং বিজেপির দলীয় সংসদ সদস্য। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ‘শ্লীলতাহানির’ মামলাসহ যৌন হয়রানি ও উত্ত্যক্তের মামলা হতে পারে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
এর আগে ২০২১ সালে সাতজন নারী কুস্তিগির ভূষণ স্মরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানি ও অশোভন আচরণের অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগকারীদের সাতজনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। এ অভিযোগের পরই দেশের কুস্তিগিরেরা রাজধানীতে বিক্ষোভ শুরু করেন। শুরুতে সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়া না হলেও দেশে ও বাইরের নানামুখী চাপের মুখে কুস্তিগিরদের অভিযোগ আমলে নেওয়ার কথা জানানো হয়েছে। বিক্ষোভকালে কুস্তিগিরেরা পুলিশের নির্যাতনেরও শিকার হয়েছেন।
সর্বশেষ গত সপ্তাহে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর অলিম্পিকে পদক জয়ী কুস্তিগির বজরং পুনিয়া ও সাক্ষী মালিকের সঙ্গে বৈঠক করেন। সেখানে ১৫ জুনের মধ্যে এসব অভিযোগের তদন্ত শেষ হবে বলে আশ্বাস দেন। পরে সেই আশ্বাসে কুস্তিগিরেরা বিক্ষোভ স্থগিত করেন।
তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূষণ সিংয়ের বিরুদ্ধে ‘যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা’ আইনে কোনো মামলা হবে না। প্রতিবেদনের ৫০০ পাতাজুড়ে অপ্রাপ্তবয়স্ক নারী কুস্তিগিরের অভিযোগ তদন্তের বিবরণ রয়েছে। সেই অভিযোগটি বাতিলের দাবি করা হয়েছে।
প্রতিবেদনে দিল্লি পুলিশ উল্লেখ করেছে, ‘১৭৩ নম্বর ধারা অনুযায়ী ভুক্তভোগী ও তার বাবার জবানবন্দির ওপর ভিত্তি করে অভিযোগটি বাতিলের জন্য সুপারিশ করা হলো।’
তদন্তকালে দিল্লি পুলিশ পাঁচটি দেশের ফেডারেশনের কাছ থেকে স্মরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তথ্য চেয়ে অনুরোধ করেছিল। বিভিন্ন দেশে গিয়ে কুস্তিগিরেরা যেখানে ছিলেন সেখানকার ছবি, ভিডিও এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ করেছে তদন্ত দল। বিশেষ এ তদন্ত দল ১৮০ জনের বক্তব্যের ভিত্তিতে স্মরণ সিংয়ের দুটি অভিযোগ (এফআইআর) দায়ের করেছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫