Ajker Patrika

ভারতে হেনস্তার শিকার জাপানি তরুণী এখন বাংলাদেশে

আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৬: ২৮
ভারতে হেনস্তার শিকার জাপানি তরুণী এখন বাংলাদেশে

ভারতের দিল্লিতে হোলি উৎসব চলার সময় হেনস্তার শিকার হওয়া সেই জাপানি তরুণী ভারত ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন। তিনি কোনো অভিযোগ দায়ের না করলেও ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বুধবার হোলি উৎসব চলার সময় একদল পুরুষ ওই জাপানি তরুণীকে শারীরিকভাবে হেনস্তা ও নির্যাতন করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ নেটিজেনরা জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন।

এনডিটিভি জানিয়েছে, পুলিশের হেফাজতে নেওয়া তিনজনের মধ্যে একজন নাবালকও রয়েছে। তারা সবাই মধ্য দিল্লির পাহাড়গঞ্জের বাসিন্দা। হেনস্তার শিকার ওই পর্যটক জাপানি তরুণীও পাহাড়গঞ্জে ছিলেন।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘ওই নারী এক টুইটার পোস্টে জানিয়েছেন, তিনি বাংলাদেশে পৌঁছেছেন এবং মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন।’ 

বুধবারের ওই ভিডিওতে দেখা গেছে, কয়েকজন পুরুষ তাঁকে আঁকড়ে ধরে ‘হোলি হ্যায়’ স্লোগান দিতে দিতে তাঁর গায়ে রং মেখে দিচ্ছে। একটি ছেলেকে তাঁর মাথায় ডিম ভেঙে ঢেলে দিতেও দেখা গেছে। তরুণীটি ‘বাই, বাই’ বলে তাদের হাত থেকে পালানোর চেষ্টা করলে তাঁকে চারপাশ থেকে ঠেলে আবার ভিড়ের মধ্যে নেওয়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, একজন জোর করে ধরে রাখার চেষ্টা করলে তাঁকে কষে চড় মারেন ওই তরুণী। দীর্ঘ ধস্তাধস্তির পর অবশেষে যখন মুক্তি মেলে, তখন তরুণীটি কাকভেজা। তাঁকে প্রায় চেনাই যাচ্ছিল না।

দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেছেন, স্থানীয় গোয়েন্দাদের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে দিল্লির জাপান দূতাবাসের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত