Ajker Patrika

শপিংমলে নারীদের টয়লেটে গোপনে ভিডিও ধারণ, বোরকা পরা যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভারতের কেরালায় বোরকা পরে নারীদের ওয়াশরুমে ঢুকে ভিডিও ধারণ করায় ২৩ বছর বয়সী এক আইটি পেশাজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার কোচির লুলু শপিংমলে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিটেক স্নাতক। তাঁকে অসৎ উদ্দেশ্যে গোপনে ছবি ও ভিডিও ধারণের অপরাধে ৩৫৪ (সি) ধারায় ও ছদ্মবেশ ধারণের কারণে আইপিসির ৪১৯ ধারায় এবং তথ্য ও প্রযুক্তি আইনে ৬৬ই ধারায় গ্রেপ্তার করা হয়েছে। 

কেরালার কালামাসেরি পুলিশ থানার এক কর্মকর্তা বলেন, আদালত অভিযুক্তের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 

পুলিশ বলছে, অভিযুক্ত ইনফো পার্কের এক আইটি ফার্মে কাজ করেন। তিনি বোরকা পরে নারীদের ওয়াশরুমে ঢুকে মোবাইল ফোনটি একটা ছোট বাক্সে রাখেন। দৃশ্যধারণের জন্য বাক্সে ক্যামেরা বরাবর একটি ছিদ্র করেন এবং তা ওয়াশরুমের দরজায় আটকে দেন। 

এরপর অভিযুক্ত ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। তাঁর সন্দেহজনক আচরণ খেয়াল করে শপিংমলের নিরাপত্তাকর্মী পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত নারীর ছদ্মবেশে ছিলেন এবং মোবাইল ফোনে ওয়াশরুমের ভেতরের দৃশ্যধারণ করছিলেন। তাঁর বোরকা ও মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

পুলিশের ওই কর্মকর্তা জানান, অভিযুক্ত এমন কাজ আগেও করেছেন কি না পুলিশ খতিয়ে দেখছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত