ছারপোকা তাড়ানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফ্রান্সে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত দুই ব্যক্তি ছারপোকা তাড়ানোর কথা বলে বয়োজ্যেষ্ঠদের প্রতারিত করে হাজার হাজার ইউরো হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর বিবিসির।
ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরের পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তিরা নকল কীটনাশক সরঞ্জাম নিয়ে ভুক্তভোগীদের বাড়ি বাড়ি যায় এবং ছারপোকা তাড়ানোর কথা বলে বাড়তি অর্থ আদায় করে। মোট ৪৮ জনের সঙ্গে এ প্রতারণা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই ৯০ বছরের বেশি বয়সী নারী।
সাম্প্রতিক কয়েক মাসে ফ্রান্সে ছারপোকার উপদ্রব দেখা দিয়েছে। ছারপোকার এ উপদ্রব ফ্রান্সজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। সরকার এ সমস্যা সমাধানের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। কীটতত্ত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে এ উপদ্রব বাড়ার কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগীদের ফোন করে বলেন, তাঁদের আশপাশে ছারপোকার উপদ্রব দেখা দিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তার বেশ ধরে তাঁরা ভুক্তভোগীদের বাড়ি যেতেন এবং অ্যারোসল স্প্রে করে ধোঁয়ার সাহায্যে জীবাণুমুক্ত করার ভান করতেন।
বাড়ি বাড়ি যাওয়ার আগে তাঁরা নিজের শরীরে এক ধরনের মলম লাগিয়ে বলেন, এ ওষুধ শরীরে ব্যবহার করলে কীটপতঙ্গ দূরে থাকে। অনুসন্ধানে দেখা গেছে, মলমটি আসলে ইউক্যালিপটাসের ঘ্রাণ সমৃদ্ধ সাধারণ একটি ক্রিম।
ছারপোকা তাড়ানোর মিথ্যা নাটক করে তাঁরা ভুক্তভোগীদের কাছ থেকে ৩০০ থেকে ২ হাজার ১০০ ইউরো (৩২৩ ডলার থেকে ২২৬২ ডলার) হাতিয়ে নিতেন।
পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মোট নয়টি অভিযোগ দায়ের করা হয়েছে।
সন্দেহের তালিকায় থাকা এ দুই ব্যক্তির ওপর নজরদারি করা হয় এবং স্ট্রাসবুর্গে এক ভুক্তভোগীর বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁদের আটক করা হয়।
প্যারিসে ছারপোকার এ উপদ্রবের কারণে তা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে লন্ডনেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ছারপোকা তাড়ানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফ্রান্সে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত দুই ব্যক্তি ছারপোকা তাড়ানোর কথা বলে বয়োজ্যেষ্ঠদের প্রতারিত করে হাজার হাজার ইউরো হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর বিবিসির।
ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরের পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তিরা নকল কীটনাশক সরঞ্জাম নিয়ে ভুক্তভোগীদের বাড়ি বাড়ি যায় এবং ছারপোকা তাড়ানোর কথা বলে বাড়তি অর্থ আদায় করে। মোট ৪৮ জনের সঙ্গে এ প্রতারণা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই ৯০ বছরের বেশি বয়সী নারী।
সাম্প্রতিক কয়েক মাসে ফ্রান্সে ছারপোকার উপদ্রব দেখা দিয়েছে। ছারপোকার এ উপদ্রব ফ্রান্সজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। সরকার এ সমস্যা সমাধানের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। কীটতত্ত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে এ উপদ্রব বাড়ার কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগীদের ফোন করে বলেন, তাঁদের আশপাশে ছারপোকার উপদ্রব দেখা দিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তার বেশ ধরে তাঁরা ভুক্তভোগীদের বাড়ি যেতেন এবং অ্যারোসল স্প্রে করে ধোঁয়ার সাহায্যে জীবাণুমুক্ত করার ভান করতেন।
বাড়ি বাড়ি যাওয়ার আগে তাঁরা নিজের শরীরে এক ধরনের মলম লাগিয়ে বলেন, এ ওষুধ শরীরে ব্যবহার করলে কীটপতঙ্গ দূরে থাকে। অনুসন্ধানে দেখা গেছে, মলমটি আসলে ইউক্যালিপটাসের ঘ্রাণ সমৃদ্ধ সাধারণ একটি ক্রিম।
ছারপোকা তাড়ানোর মিথ্যা নাটক করে তাঁরা ভুক্তভোগীদের কাছ থেকে ৩০০ থেকে ২ হাজার ১০০ ইউরো (৩২৩ ডলার থেকে ২২৬২ ডলার) হাতিয়ে নিতেন।
পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মোট নয়টি অভিযোগ দায়ের করা হয়েছে।
সন্দেহের তালিকায় থাকা এ দুই ব্যক্তির ওপর নজরদারি করা হয় এবং স্ট্রাসবুর্গে এক ভুক্তভোগীর বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁদের আটক করা হয়।
প্যারিসে ছারপোকার এ উপদ্রবের কারণে তা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে লন্ডনেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫