Ajker Patrika

রাজধানীতে যুবককে কুপিয়ে পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ২০: ৩১
রাজধানীতে যুবককে কুপিয়ে পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা

রাজধানীর পল্লবীর সাগুফতা এলাকায় পাভেল (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পাভেল রাজধানীর বাড্ডা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি পেশায় গাড়িচালক। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামে। বাবার নাম শায়েস্তা খান।

গতকাল রোববার রাত ৮টা থেকে ৯টার মধ্যে পল্লবীর সাগুফতা মোড়সংলগ্ন সেকশন-৯-এর স্বপ্ননগর আবাসিক এলাকার ভেতরে ১৭ নম্বর নির্মাণাধীন ভবনের পেছনে এ ঘটনা ঘটে।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

ওসি বলেন, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হত্যাকারীরা পরিকল্পিতভাবে তাঁকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় নির্মাণাধীন ভবনের পেছনে থাকা একটি ছোট পুকুর পাড়ের ঝোপে ফেলে পালিয়ে গেছে।

ঝোপের বিপরীত পাশ উত্তর কালশী টেকের বাড়ি এলাকা। দূর থেকে ওই এলাকার লোকজন যুবককে পড়ে থাকতে দেখে পল্লবী থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে থানা-পুলিশ উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আজ সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পল্লবী থানার ওসি অপূর্ব হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত