Ajker Patrika

‘ছাগল চুরি’ দেখে ফেলায় সেই গ্রাম পুলিশকে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৫২
‘ছাগল চুরি’ দেখে ফেলায় সেই গ্রাম পুলিশকে হত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোটকেন্দ্র পাহারায় থাকা গ্রাম পুলিশ রণজিৎ কুমার দে’কে ছাগল চুরিকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। 

হত্যাকাণ্ডে জড়িত থাকায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চুরি হওয়া একটি ছাগল ও হত‍্যাকাণ্ডে ব‍্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়। গ্রেপ্তার আসামির নাম মুক্তার শেখ (২৮)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার ঝাউকাঠি গ্রামের আজিদ শেখের ছেলে। 

পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ৬ জানুয়ারি সকালে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে মেহগনি বাগান থেকে রণজিৎ কুমার দে’র মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের তদন্তে বেড়িয়ে আসে ঘটনার রহস্য। ৫ জানুয়ারি রাতে ওই এলাকার দুই বাড়ি থেকে তিনজন দুটি ছাগল চুরি করে। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের টহল থাকায় আসামিরা আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মেহগনি বাগানে অবস্থান করে। রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে রণজিৎ কুমার দে ওই বাগানে গেলে আসামিদের চিনে ফেলে। সে সময় আসামিদের থানায় ধরিয়ে দিতে চাইলে তারা গামছা দিয়ে রণজিৎ কুমার দে’কে শ্বাসরোধ করে হত্যা করে। 

এ ঘটনায় অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান খানসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত