Ajker Patrika

শান্তিনগরে নয় ‘বাসাতেই গুলিবিদ্ধ’ মানিক, আ.লীগ নেতা ইসমাইল গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৪: ৫১
শান্তিনগরে নয় ‘বাসাতেই গুলিবিদ্ধ’ মানিক, আ.লীগ নেতা ইসমাইল গ্রেপ্তার 

রাজধানীর শান্তিনগরে দুর্বৃত্তের গুলিতে মো. মানিক (৪৫) নামে সড়ক পরিবহন ও যানবাহন শ্রমিক ইউনিয়নের সাবেক এক নেতা আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। গতকাল রোববার বেলা ৩টার দিকে শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটির পাশে ট্রাফিক অফিসের গলিতে এ ঘটনা ঘটে বলে জানান শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন বাচ্চু। তবে গুলির এমন ঘটনাটি সাজানো বলে দাবি করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রমনা বিভাগ। 

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আহত মানিককে হাসপাতালে নিয়ে আসা ইসমাইল হোসেন বাচ্চুসহ দুজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, মানিক তাঁর শোয়ার ঘরেই গুলিবিদ্ধ হয়েছিলেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই ঘটনায় ইসমাইল হোসেন বাচ্চু ও গুলিবিদ্ধ মানিকের বাসার কাজের লোক রুবেলকে গ্রেপ্তার করেছি। ঘটনাটি কেন অন্যভাবে ঘোরানোর চেষ্টা করা হচ্ছিল এসব বিষয়ে তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।’ 

ডিবি পুলিশ জানায়, ইসমাইল হোসেন ঢাকার শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তিনি আগামী কমিটিতে সভাপতি পদপ্রার্থী। ইসমাইল পরিবহনশ্রমিকদের রাজনীতির সঙ্গেও যুক্ত। তাঁর পরিবহন ব্যবসা রয়েছে। এ ঘটনায় গতকাল মানিকের স্ত্রী বাদী হয়ে রমনা থানায় হত্যাচেষ্টার একটি মামলা করেন। ওই মামলায় ইসমাইল ও রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।  

এর আগে গতকাল গুলিবিদ্ধ মানিককে হাসপাতালে নিয়ে গিয়ে ইসমাইল হোসেন বাচ্চু জানান, ‘মানিক সাবেক শ্রমিক ইউনিয়নের নেতা। যতটুকু জানতে পেরেছেন শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটির পাশে ট্রাফিক অফিসের গলি দিয়ে মালিবাগের দিকে যাচ্ছিলেন মানিক। এ সময় গোলাগুলির ঘটনায় মানিক গুলিবিদ্ধ হন। পরে পথচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসে।’ 

জানা যায়, আহত মানিকের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পরিকোর্ট গ্রামে। বাবার নাম শফিকুর রহমান। বর্তমানে যাত্রাবাড়ী দনিয়া এলাকার বাসিন্দা তিনি। 

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মানিক নামে ওই ব্যক্তির বুকের বাঁপাশে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত