প্রতিনিধি ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে ব্যক্তিমালিকানার জমির ওপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণ করছেন সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন। আজ রোববার দুপুরের দিকে এমন অভিযোগ করেছেন সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার ওই জমির মালিক মুন্নাফ ও আরফান।
জানা যায়, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনের শ্বশুর ফরিদ হোসেন ডাউটিয়া এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদের জন্যই একটি রাস্তা করে দিতে জামাইয়ের কাছে আবদার করেন ফরিদ হোসেন। শ্বশুরের আবদার রাখতেই গতকাল শনিবার অন্যের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন চেয়ারম্যান। জমির মালিকদের না জানিয়ে ইউপি সদস্য আব্দুল মালেককে দিয়ে ওই জমিতে মাটি ফেলা হয়। পরে জমির মালিকেরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলেও মানেননি ইউপি সদস্য আব্দুল মালেক। একপর্যায়ে জমির মালিকেরা ইউপি সদস্যকে মারতে উদ্যত হলে মাটি ফেলা বন্ধ করা হয়।
জমির মালিক আরফান আলী বলেন, ‘আমরা কিছুই জানি না। আমাদের জমিতে মাটি ফেলার কথা শুনে জমিতে গিয়ে দেখি মালেক মেম্বার মাটি ফেলতেছে। আমরা বাধা দিলেও মেম্বার শোনে না। রাস্তা দরকার হলে দিব, কোনো সমস্যা নাই। আমার পাশের যার জমি আছে সে ৩-৪ ফুট দিবে এবং আমরা ৩-৪ ফুট জমি দিলে সুন্দর রাস্তা হয়ে যাবে। তা না করে শুধু আমার জমির ওপর দিয়েই ২০ ফুট করে মাটি ফেলতেছে। এটা তো কেউ মানবে না। একটা মসজিদের জন্য কি ২০ ফুট রাস্তার প্রয়োজন হয় নাকি!’
আরেক জমির মালিক মুন্নাফ মিয়া বলেন, ‘রাস্তার কথা আমি জানিই না। আমাকে কেউ কিছু বলে নাই। আর রাস্তার জন্য জায়গা দিলে আমি দিব ২-৩ হাত। আর সেখানে আমার জায়গা নিয়ে গেছে ১৫ হাত। মসজিদে যাতায়াতের জন্য কি ১৫ হাত রাস্তা লাগে নাকি! আমার পাশের জমির মালিকের কাছ থেকেও ২-৩ হাত জায়গা নেওয়া হোক এবং আমিও ২-৩ হাত জায়গা দিব, সমস্যা নাই। চলাচলের জন্য যতটুকু রাস্তা প্রয়োজন ততটুকু জায়গা আমি দিব। কিন্তু এই ১৫ হাত জায়গা আমি দিব না। প্রয়োজনে আমি আইনের সহায়তা নিব।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোমভাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, ‘ওই পাশেই চেয়ারম্যানের শ্বশুর একটি মসজিদ বানিয়েছে। এ ছাড়া কয়েকটি বাড়ি আছে। যার জন্য একটি রাস্তা প্রয়োজন। সব জমির মালিকের মাতবর হচ্ছে আরফান। তাই শুধু তার সাথে এর আগে মসজিদে বসে কথা হয়েছিল রাস্তার জন্য জমি দিবে। এর জন্য চেয়ারম্যানের কথা অনুযায়ী গতকাল ট্রাক দিয়ে মাটি ফেলি। কিন্তু সে সময় জমির মালিক আরফান, বাহাদুর, মুন্নাফ আমাকে মারতে আসে এবং খারাপ ভাষায় বকাঝকা করে। পরে চেয়ারম্যানের কথা অনুযায়ী মাটি ফেলা বন্ধ রাখা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, ‘দুই পাশের জমি থেকে ৩ ফুট করে ৬ ফুটের রাস্তা তৈরি করা হবে। আমার মেম্বারকে দায়িত্ব দিয়েছিলাম, সে হয়তো গরমিল করে ফেলছে। মাটি ওখানে রেখে দিতে বলেছিলাম, পরে দুই পাশে ফিতা ধরে সমান করে মাটি ফেলব। একটু ভুল-বোঝাবুঝি হয়েছে হয়তো। জমির মালিকদের সাথে বসে এটা ঠিক করে ফেলব, সমস্যা নাই।’
ঢাকার ধামরাইয়ে ব্যক্তিমালিকানার জমির ওপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণ করছেন সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন। আজ রোববার দুপুরের দিকে এমন অভিযোগ করেছেন সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার ওই জমির মালিক মুন্নাফ ও আরফান।
জানা যায়, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনের শ্বশুর ফরিদ হোসেন ডাউটিয়া এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদের জন্যই একটি রাস্তা করে দিতে জামাইয়ের কাছে আবদার করেন ফরিদ হোসেন। শ্বশুরের আবদার রাখতেই গতকাল শনিবার অন্যের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন চেয়ারম্যান। জমির মালিকদের না জানিয়ে ইউপি সদস্য আব্দুল মালেককে দিয়ে ওই জমিতে মাটি ফেলা হয়। পরে জমির মালিকেরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলেও মানেননি ইউপি সদস্য আব্দুল মালেক। একপর্যায়ে জমির মালিকেরা ইউপি সদস্যকে মারতে উদ্যত হলে মাটি ফেলা বন্ধ করা হয়।
জমির মালিক আরফান আলী বলেন, ‘আমরা কিছুই জানি না। আমাদের জমিতে মাটি ফেলার কথা শুনে জমিতে গিয়ে দেখি মালেক মেম্বার মাটি ফেলতেছে। আমরা বাধা দিলেও মেম্বার শোনে না। রাস্তা দরকার হলে দিব, কোনো সমস্যা নাই। আমার পাশের যার জমি আছে সে ৩-৪ ফুট দিবে এবং আমরা ৩-৪ ফুট জমি দিলে সুন্দর রাস্তা হয়ে যাবে। তা না করে শুধু আমার জমির ওপর দিয়েই ২০ ফুট করে মাটি ফেলতেছে। এটা তো কেউ মানবে না। একটা মসজিদের জন্য কি ২০ ফুট রাস্তার প্রয়োজন হয় নাকি!’
আরেক জমির মালিক মুন্নাফ মিয়া বলেন, ‘রাস্তার কথা আমি জানিই না। আমাকে কেউ কিছু বলে নাই। আর রাস্তার জন্য জায়গা দিলে আমি দিব ২-৩ হাত। আর সেখানে আমার জায়গা নিয়ে গেছে ১৫ হাত। মসজিদে যাতায়াতের জন্য কি ১৫ হাত রাস্তা লাগে নাকি! আমার পাশের জমির মালিকের কাছ থেকেও ২-৩ হাত জায়গা নেওয়া হোক এবং আমিও ২-৩ হাত জায়গা দিব, সমস্যা নাই। চলাচলের জন্য যতটুকু রাস্তা প্রয়োজন ততটুকু জায়গা আমি দিব। কিন্তু এই ১৫ হাত জায়গা আমি দিব না। প্রয়োজনে আমি আইনের সহায়তা নিব।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোমভাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, ‘ওই পাশেই চেয়ারম্যানের শ্বশুর একটি মসজিদ বানিয়েছে। এ ছাড়া কয়েকটি বাড়ি আছে। যার জন্য একটি রাস্তা প্রয়োজন। সব জমির মালিকের মাতবর হচ্ছে আরফান। তাই শুধু তার সাথে এর আগে মসজিদে বসে কথা হয়েছিল রাস্তার জন্য জমি দিবে। এর জন্য চেয়ারম্যানের কথা অনুযায়ী গতকাল ট্রাক দিয়ে মাটি ফেলি। কিন্তু সে সময় জমির মালিক আরফান, বাহাদুর, মুন্নাফ আমাকে মারতে আসে এবং খারাপ ভাষায় বকাঝকা করে। পরে চেয়ারম্যানের কথা অনুযায়ী মাটি ফেলা বন্ধ রাখা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, ‘দুই পাশের জমি থেকে ৩ ফুট করে ৬ ফুটের রাস্তা তৈরি করা হবে। আমার মেম্বারকে দায়িত্ব দিয়েছিলাম, সে হয়তো গরমিল করে ফেলছে। মাটি ওখানে রেখে দিতে বলেছিলাম, পরে দুই পাশে ফিতা ধরে সমান করে মাটি ফেলব। একটু ভুল-বোঝাবুঝি হয়েছে হয়তো। জমির মালিকদের সাথে বসে এটা ঠিক করে ফেলব, সমস্যা নাই।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫