Ajker Patrika

ছিনতাই হওয়া ৭৩ মোবাইল ফোনসহ গুলিস্তান থেকে তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৮: ২৫
ছিনতাই হওয়া ৭৩ মোবাইল ফোনসহ গুলিস্তান থেকে তিনজন গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইলসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই ও ছিনতাই করা ৭৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আনোয়ার হোসেন (৪০), মো. জয়নাল (২৮) ও মো. তাজুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী শাহবাগ থানার গুলিস্তান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোন সংগ্রহ করে মজুত ও কেনাবেচার অভিযোগে তিন মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজনের কাছ থেকে উদ্ধার করা ৭৩টি মোবাইল ফোন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‍্যাবকে জানিয়েছেন, তাঁরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাই করা মোবাইল ফোন সংগ্রহ করে শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত