Ajker Patrika

নাসির উদ্দিন ভালো লোক : সংসদে জাপার এমপি মুজিবুল হক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৫ জুন ২০২১, ২০: ০২
নাসির উদ্দিন ভালো লোক : সংসদে জাপার এমপি মুজিবুল হক

ঢাকা : চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে তাঁর পক্ষেই সাফাই গাইলেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

গতকাল সংসদে বিএনপির এমপি হারুনুর রশীদ পরীমণিকে নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবি তোলেন। আজ এর জবাবে জাপার এমপি মুজিবুল হক চুন্নু বলেন, ‘গতকাল সংসদে একজন মাননীয় সদস্য নায়িকা পরীমণির জন্য বিচার চেয়েছেন। একজন গ্রেপ্তার হয়েছেন। আমি তাঁকে চিনি। উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। সেই লোকটি জাতীয় পার্টি করেন। তিনি ভালো লোক। মিডিয়াকে অনুরোধ করব… মিডিয়ার কারণে অনেক সময় ভালো লোক…আমি স্বরাষ্ট্রমন্ত্রী…।’ এই পর্যায়ে নির্ধারিত সময় শেষ হওয়ায় তাঁর মাইক বন্ধ হয়ে যায়।

আজ সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এসব কথা বলেন।

সংসদে এর আগে মুজিবুল হক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খাপছাড়া’ কবিতা আবৃত্তি করে বলেন, ‘অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা অনেক বড়। বাসায় বসে পড়েছি। আগামাথা পাইনি।’

বিদেশে টাকা পাচারকারীদের নাম চাওয়ার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীর উদ্দেশে জাপার এমপি বলেন, ‘নাম আপনি বের করুন। আমরা কি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে নাম বের করব? এত ফিরিস্তি দিলেন। আপনার গোয়েন্দা আছে, আরও কত সংস্থা আছে। আপনি বের করুন। মিডিয়ায় দেখেছি এই সংসদের একজন এমপির স্ত্রী কানাডায় বাড়িতে হেঁটে বেড়াচ্ছেন।’

জাপার এমপি বলেন, বিএনপির হারুন সাহেব বলেছেন, দুদক কেন আমাদের সম্পদের খোঁজ নিচ্ছে না? এলাকায় গেলে লোকে বলে পাঁচ লাখ টাকা দেন, অত টাকা। যদি বলি এত টাকা কোথায় পাব? বলে, এমপি-মন্ত্রীদের টাকার অভাব আছে নাকি? আমাদের সম্পদের খোঁজ নিন। সঙ্গে সামরিক-বেসামরিক আমলা-ব্যবসায়ীদের সম্পদের হিসাব নিন। আমরাও দেব। নির্বাচনের সময় আমলনামায় যে হিসাব দিয়েছিলাম, তার থেকে বেশি পাওয়া গেলে আমি ফেরত দেব। নিয়ে যাক। আমরা যাঁরা প্রশাসনিক দায়িত্বে আছি, আমাদের সম্পদের হিসাব নেওয়া হোক। সরকার আদেশ দিক। সম্পদের হিসাব দেওয়া হোক।

সাভার থানায় পরীমণির করা ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় গতকাল দুপুরের দিকে নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকি অমিসহ আটজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত