নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় মামুন হোসেন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে নূর নবী (২১) নামে আরও একজন। আজ সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইসদাইর রেললাইন এলাকায় একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হামলাকারীরা। আহত নূর নবীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মামুন ইসদাইর বুড়ির দোকান এলাকার বাবুল মিয়ার ছেলে। আহত নূর নবী ফতুল্লার টাগারপার এলাকার মান্নান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে স্থানীয় নূরনবীর গ্রুপ সাইফুল, পায়েল ও জয়ের ওপর হামলা চালান। হামলার পরে সন্ধ্যায় নূর নবী ও মামুন একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। সে সময় সাইফুল, পায়েল ও জয়ের গ্রুপ এসে পাল্টা হামলা করে। মারামারির একপর্যায়ে উভয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
নিহত মামুনের বোন জামাতা হাসান বলেন, ‘মামুন দেড় বছর পূর্বে বিয়ে করে। বিয়ের পর থেকে ঝামেলায় যেত না। বর্তমানে বিভিন্ন দোকানে বিস্কুট ও চানাচুর সরবরাহের কাজ করত। ঘটনার সময় পূর্ব পরিচিত হিসেবে নূর নবীর সঙ্গে বসে চা খাচ্ছিল। এ সময় হামলাকারীরা এসে মামুনকে ছুরিকাঘাতে হত্যা করে।’
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ হোসেন বলেন, ‘ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে যাচাই বাছাই চলছে। প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।’
ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ‘জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে।’
নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় মামুন হোসেন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে নূর নবী (২১) নামে আরও একজন। আজ সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইসদাইর রেললাইন এলাকায় একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হামলাকারীরা। আহত নূর নবীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মামুন ইসদাইর বুড়ির দোকান এলাকার বাবুল মিয়ার ছেলে। আহত নূর নবী ফতুল্লার টাগারপার এলাকার মান্নান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে স্থানীয় নূরনবীর গ্রুপ সাইফুল, পায়েল ও জয়ের ওপর হামলা চালান। হামলার পরে সন্ধ্যায় নূর নবী ও মামুন একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। সে সময় সাইফুল, পায়েল ও জয়ের গ্রুপ এসে পাল্টা হামলা করে। মারামারির একপর্যায়ে উভয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
নিহত মামুনের বোন জামাতা হাসান বলেন, ‘মামুন দেড় বছর পূর্বে বিয়ে করে। বিয়ের পর থেকে ঝামেলায় যেত না। বর্তমানে বিভিন্ন দোকানে বিস্কুট ও চানাচুর সরবরাহের কাজ করত। ঘটনার সময় পূর্ব পরিচিত হিসেবে নূর নবীর সঙ্গে বসে চা খাচ্ছিল। এ সময় হামলাকারীরা এসে মামুনকে ছুরিকাঘাতে হত্যা করে।’
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ হোসেন বলেন, ‘ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে যাচাই বাছাই চলছে। প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।’
ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ‘জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৮ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১১ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১১ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫