নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছিলেন এরশাদ আলী। আজ মঙ্গলবার জামিন নিতে হাজির হন হাইকোর্টে।
তবে তাঁকে জামিন না দিয়ে শাহাবাগ থানা পুলিশের হাতে তুলে দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ। সেইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সংশ্লিষ্ট বিচারিক আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়।
এরশাদ আলীর আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন আদালতে বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। তাছাড়া এই মামলায় এরশাদ আলীর বিরুদ্ধে সরাসির জড়িত থাকার অভিযোগ নেই। তাই জামিন দেওয়া যায়।
জামিনের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘অর্থ আত্মসাত গুরুতর অপরাধ। তাছাড়া এই মামলায় উল্লেখ করা টাকা অনেক বড় অংক। এই আসামিকে জামিন দিলে অন্য অপরাধীরা উৎসাহিত হবে। এখানে একটি সিন্ডিকেট জড়িত। তাই তাঁকে জামিন দেওয়া ঠিক হবে না।’
গত বছরের ৮ জুন এরশাদ আলীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে এরশাদসহ ১৭ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়—পদ্মা সেতু প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের নাম করে ছয়টি ভুয়া ওয়ার্ক অর্ডার এবং সাতটি ভুয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এবি ব্যাংকের কাকরাইল শাখা থেকে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করেন এরশাদ আলীসহ আসামিরা।
জানা যায়, এক সময় রাজশাহীতে রিকশা চালাতেন এরশাদ আলী। পরে শুরু করেন বালুর ব্যবসা। ধীরে ধীরে পাথর, রড ও সিমেন্টের ব্যবসায় নামেন। নামসর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে হাতিয়ে নেন অন্তত ৫০০ কোটি টাকা। এই অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
এবি ব্যাংক থেকে ঋণ নিয়ে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছিলেন এরশাদ আলী। আজ মঙ্গলবার জামিন নিতে হাজির হন হাইকোর্টে।
তবে তাঁকে জামিন না দিয়ে শাহাবাগ থানা পুলিশের হাতে তুলে দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ। সেইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সংশ্লিষ্ট বিচারিক আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়।
এরশাদ আলীর আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন আদালতে বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। তাছাড়া এই মামলায় এরশাদ আলীর বিরুদ্ধে সরাসির জড়িত থাকার অভিযোগ নেই। তাই জামিন দেওয়া যায়।
জামিনের বিরোধিতা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘অর্থ আত্মসাত গুরুতর অপরাধ। তাছাড়া এই মামলায় উল্লেখ করা টাকা অনেক বড় অংক। এই আসামিকে জামিন দিলে অন্য অপরাধীরা উৎসাহিত হবে। এখানে একটি সিন্ডিকেট জড়িত। তাই তাঁকে জামিন দেওয়া ঠিক হবে না।’
গত বছরের ৮ জুন এরশাদ আলীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে এরশাদসহ ১৭ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়—পদ্মা সেতু প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের নাম করে ছয়টি ভুয়া ওয়ার্ক অর্ডার এবং সাতটি ভুয়া ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এবি ব্যাংকের কাকরাইল শাখা থেকে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা আত্মসাৎ করেন এরশাদ আলীসহ আসামিরা।
জানা যায়, এক সময় রাজশাহীতে রিকশা চালাতেন এরশাদ আলী। পরে শুরু করেন বালুর ব্যবসা। ধীরে ধীরে পাথর, রড ও সিমেন্টের ব্যবসায় নামেন। নামসর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে হাতিয়ে নেন অন্তত ৫০০ কোটি টাকা। এই অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৫ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪