Ajker Patrika

শরীয়তপুরে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১: ০৬
শরীয়তপুরে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

শরীয়তপুর: শরীয়তপুরে দাদন খলিফা (৩০) নামের এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দাদন খলিফা গত ৩০ মার্চ মালয়েশিয়া থেকে দেশে আসেন। গতকাল রাতে তারাবির নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে ১২ থেকে ১৩ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে পোস্তগোলা এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।

দাদন খলিফার পিতা সেকেন্দার খলিফা বলেন, স্থানীয় এসকান্দার সরদারদের সঙ্গে আমাদের পুরানো শত্রুতা আছে। সে এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবে। আমার ছেলেকে তার দল করতে বলেছিল। রাজী না হওয়ায় তার নির্দেশে ইদ্রিস খা, আবুল খা, রশিদ খলিফা, আজিজ খলিফা, শাজাহান খা, আজাহার খা, নাসির মাদবর ও বাচ্চু মাদবররা মিলে আমার ছেলেটাকে মেরে ফেলেছে।

পালং থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত