Ajker Patrika

পররাষ্ট্রমন্ত্রীকে লিগ্যাল নোটিশ দেওয়া আইনজীবীকে গুলি করে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সাম্প্রতিক ‘বিতর্কিত’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইরশাদ হোসেন রাশেদ।

গত ২১ আগস্ট ডাক ও রেজিস্ট্রার যোগে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি এই নোটিশ পাঠান। এরপর থেকে বিভিন্নভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আইনজীবী রাশেদ।

আজ মঙ্গলবার বিকেলে হত্যার হুমকিতে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাশেদ। আইনজীবীর জিডির বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

হুমকির বিষয়ে জানতে চাইলে আইনজীবী ইরশাদ হোসেন রাশেদ বলেন, ‘নোটিশ দেওয়ার পর থেকে দেশ বিদেশের বিভিন্ন নম্বর থেকে ফোন আসা শুরু করে। সবাই বকাঝকা দেওয়াসহ হত্যার হুমকি দিচ্ছে। একেকবার একে নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। পরিচয় না দিলেও ফোন দিয়ে বলা হচ্ছে, সমস্যাটা সমাধান করে ফেল। না হলে কোর্টের সামনেই গুলি করে মেরে ফেলা হবে। এমন বক্তব্যে ঘাবড়ে যাই। পরে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি।’

রাশেদের পাঠানো নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ, সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। 

গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জেএম সেন হলে হিন্দুদের জন্মাষ্ঠমীর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘ভারতে গিয়ে আমি বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে টিকিয়ে রাখলে আমাদের দেশ সত্যিকার অর্থে সাম্প্রদায়িকতামুক্ত একটি দেশ হবে। তাই আমি ভারতকে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটি করতে বলেছি।’

অবশ্য গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়, কিছু মিডিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত