নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাম্প্রতিক ‘বিতর্কিত’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইরশাদ হোসেন রাশেদ।
গত ২১ আগস্ট ডাক ও রেজিস্ট্রার যোগে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি এই নোটিশ পাঠান। এরপর থেকে বিভিন্নভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আইনজীবী রাশেদ।
আজ মঙ্গলবার বিকেলে হত্যার হুমকিতে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাশেদ। আইনজীবীর জিডির বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
হুমকির বিষয়ে জানতে চাইলে আইনজীবী ইরশাদ হোসেন রাশেদ বলেন, ‘নোটিশ দেওয়ার পর থেকে দেশ বিদেশের বিভিন্ন নম্বর থেকে ফোন আসা শুরু করে। সবাই বকাঝকা দেওয়াসহ হত্যার হুমকি দিচ্ছে। একেকবার একে নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। পরিচয় না দিলেও ফোন দিয়ে বলা হচ্ছে, সমস্যাটা সমাধান করে ফেল। না হলে কোর্টের সামনেই গুলি করে মেরে ফেলা হবে। এমন বক্তব্যে ঘাবড়ে যাই। পরে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি।’
রাশেদের পাঠানো নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ, সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জেএম সেন হলে হিন্দুদের জন্মাষ্ঠমীর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘ভারতে গিয়ে আমি বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে টিকিয়ে রাখলে আমাদের দেশ সত্যিকার অর্থে সাম্প্রদায়িকতামুক্ত একটি দেশ হবে। তাই আমি ভারতকে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটি করতে বলেছি।’
অবশ্য গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়, কিছু মিডিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে।
সাম্প্রতিক ‘বিতর্কিত’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইরশাদ হোসেন রাশেদ।
গত ২১ আগস্ট ডাক ও রেজিস্ট্রার যোগে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি এই নোটিশ পাঠান। এরপর থেকে বিভিন্নভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আইনজীবী রাশেদ।
আজ মঙ্গলবার বিকেলে হত্যার হুমকিতে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাশেদ। আইনজীবীর জিডির বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
হুমকির বিষয়ে জানতে চাইলে আইনজীবী ইরশাদ হোসেন রাশেদ বলেন, ‘নোটিশ দেওয়ার পর থেকে দেশ বিদেশের বিভিন্ন নম্বর থেকে ফোন আসা শুরু করে। সবাই বকাঝকা দেওয়াসহ হত্যার হুমকি দিচ্ছে। একেকবার একে নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। পরিচয় না দিলেও ফোন দিয়ে বলা হচ্ছে, সমস্যাটা সমাধান করে ফেল। না হলে কোর্টের সামনেই গুলি করে মেরে ফেলা হবে। এমন বক্তব্যে ঘাবড়ে যাই। পরে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি।’
রাশেদের পাঠানো নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ, সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জেএম সেন হলে হিন্দুদের জন্মাষ্ঠমীর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘ভারতে গিয়ে আমি বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে টিকিয়ে রাখলে আমাদের দেশ সত্যিকার অর্থে সাম্প্রদায়িকতামুক্ত একটি দেশ হবে। তাই আমি ভারতকে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটি করতে বলেছি।’
অবশ্য গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়, কিছু মিডিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে।
গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২১ ঘণ্টা আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৪ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪