নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাম্প্রতিক ‘বিতর্কিত’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইরশাদ হোসেন রাশেদ।
গত ২১ আগস্ট ডাক ও রেজিস্ট্রার যোগে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি এই নোটিশ পাঠান। এরপর থেকে বিভিন্নভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আইনজীবী রাশেদ।
আজ মঙ্গলবার বিকেলে হত্যার হুমকিতে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাশেদ। আইনজীবীর জিডির বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
হুমকির বিষয়ে জানতে চাইলে আইনজীবী ইরশাদ হোসেন রাশেদ বলেন, ‘নোটিশ দেওয়ার পর থেকে দেশ বিদেশের বিভিন্ন নম্বর থেকে ফোন আসা শুরু করে। সবাই বকাঝকা দেওয়াসহ হত্যার হুমকি দিচ্ছে। একেকবার একে নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। পরিচয় না দিলেও ফোন দিয়ে বলা হচ্ছে, সমস্যাটা সমাধান করে ফেল। না হলে কোর্টের সামনেই গুলি করে মেরে ফেলা হবে। এমন বক্তব্যে ঘাবড়ে যাই। পরে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি।’
রাশেদের পাঠানো নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ, সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জেএম সেন হলে হিন্দুদের জন্মাষ্ঠমীর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘ভারতে গিয়ে আমি বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে টিকিয়ে রাখলে আমাদের দেশ সত্যিকার অর্থে সাম্প্রদায়িকতামুক্ত একটি দেশ হবে। তাই আমি ভারতকে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটি করতে বলেছি।’
অবশ্য গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়, কিছু মিডিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে।
সাম্প্রতিক ‘বিতর্কিত’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইরশাদ হোসেন রাশেদ।
গত ২১ আগস্ট ডাক ও রেজিস্ট্রার যোগে পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি এই নোটিশ পাঠান। এরপর থেকে বিভিন্নভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আইনজীবী রাশেদ।
আজ মঙ্গলবার বিকেলে হত্যার হুমকিতে নিরাপত্তা চেয়ে শাহবাগ থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাশেদ। আইনজীবীর জিডির বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।
হুমকির বিষয়ে জানতে চাইলে আইনজীবী ইরশাদ হোসেন রাশেদ বলেন, ‘নোটিশ দেওয়ার পর থেকে দেশ বিদেশের বিভিন্ন নম্বর থেকে ফোন আসা শুরু করে। সবাই বকাঝকা দেওয়াসহ হত্যার হুমকি দিচ্ছে। একেকবার একে নম্বর থেকে ফোন দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। পরিচয় না দিলেও ফোন দিয়ে বলা হচ্ছে, সমস্যাটা সমাধান করে ফেল। না হলে কোর্টের সামনেই গুলি করে মেরে ফেলা হবে। এমন বক্তব্যে ঘাবড়ে যাই। পরে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি।’
রাশেদের পাঠানো নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ, সংবিধানে বলা হয়েছে, জনগণই সব ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।
গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জেএম সেন হলে হিন্দুদের জন্মাষ্ঠমীর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘ভারতে গিয়ে আমি বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাঁকে টিকিয়ে রাখলে আমাদের দেশ সত্যিকার অর্থে সাম্প্রদায়িকতামুক্ত একটি দেশ হবে। তাই আমি ভারতকে শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটি করতে বলেছি।’
অবশ্য গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে বলা হয়, কিছু মিডিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫