Ajker Patrika

বাড়িতে পুলিশ দেখে স্ত্রীকে রেখে দৌড়ে পালালেন মাদক কারবারি স্বামী

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বাড়িতে পুলিশ দেখে স্ত্রীকে রেখে দৌড়ে পালালেন মাদক কারবারি স্বামী

মাদক আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের সখীপুরে এক বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশ দেখে স্ত্রীকে ওই বাড়িতে একা রেখেই দৌড়ে পালিয়ে যান স্বামী। সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিলপাড় বাঁশবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, অভিযানে তিন বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আজ শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় স্ত্রী লাম ইবনাত লিমুকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্বামী জান্নাতুল নাঈম (২৩) পলাতক আছেন। 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিলপাড় বাঁশবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশকে দেখে মাদক কারবারি জান্নাতুল নাঈম পালিয়ে যায়। 

পরে ওই বাসা থেকে বেশ কিছু মাদক জব্দ করা হয়। লিমুর বরাত দিয়ে পুলিশ জানায়, এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার পরিচালনা করে আসছেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার লিমুসহ তাঁর পলাতক স্বামী জান্নাতুল নাঈমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পলাতক নাঈমকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত