Ajker Patrika

টিপু ও প্রীতি হত্যাকাণ্ড: যুবলীগ নেতা দামাল এক দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৯: ২৯
Thumbnail image

টিপু ও প্রীতি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া মতিঝিলের স্থানীয় যুবলীগ নেতা আরফান উল্লাহ দামালকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম ইয়াসমিন আরা অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। 

বিকেলে তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠান মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
রিমান্ড আবেদনে বলা হয়, দামালের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যায় ব্যবহার করা অস্ত্র হতে পারে। এ ছাড়া টিপু হত্যার আগে গ্রেপ্তার আসামি দামালসহ বেশ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রুপালী সমাজ উন্নয়ন সংস্থায় একটা গোপন বৈঠক করে। স্থানীয় যুবলীগ নেতা হিসেবে দামাল পরিচিত। সন্দেহ করা হচ্ছে, আরফান উল্লাহ দামাল এবং তাঁর সঙ্গীরা টিপু ও প্রীতি হত্যার ঘটনায় জড়িত। উদ্ধারকৃত অস্ত্র ও টিপু হত্যার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

টিপু হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার মাসুম ওরফে আকাশকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

রাজধানীর শাহজাহানপুর থানায় গত ২৪ মার্চ সকালে মামলা করেন টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। 

এর আগে ২৩ মার্চ রাত পৌনে ১০টার দিকে শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের দিকে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু ও রিকশারোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নিহত হন এবং টিপুর গাড়িচালক মুন্না আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত