নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্ত্রীর সঙ্গে পরকীয়ার প্রতিশোধ নিতে বন্ধু ইমন কাজীকে (১৭) পরিকল্পিতভাবে হত্যা করেন আল-আমিন শেখ (৩৬)। এ ঘটনায় গতকাল সোমবার বরিশালের হিজলা থানার গোবিন্দপুর খন্না এলাকায় আল-আমিনের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আজ মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, ৩ জুন ডিএমপির কদমতলী থানার পশ্চিম মোহাম্মদবাগ সোনা মারিয়া জামে মসজিদের দক্ষিণ পাশ থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। লাশটি শনাক্ত করার পর নিহতের বাবা মো. লিটন কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫। এরই ধারাবাহিকতায় ছায়া তদন্ত শুরু করে ডিবির ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতকে শনাক্ত করা হয়। গতকাল সোমবার অভিযান চালিয়ে শ্বশুরবাড়ি থেকে ঘাতককে গ্রেপ্তার করা হয়।
যেভাবে হত্যা
গ্রেপ্তার ঘাতকের বরাত দিয়ে হত্যার বিষয়ে হারুন অর রশীদ বলেন, অটোরিকশা চালানোর সূত্রে নিহত ইমন ও আল-আমিনের বন্ধুত্ব গড়ে ওঠে। যার কারণে ভুক্তভোগী ইমন ঘাতক আল-আমিনের বাসায় যাতায়াত করত। আল-আমিনের স্ত্রী মোছা. তানিয়া বেগমের (২২) সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। ইমনের অটোরিকশায় তানিয়া বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতেন। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন আল-আমিন। এরই অংশ হিসেবে ইমনকে পাঁচ হাজার টাকা ধার দেন। পরে সেই টাকার জন্য চাপ সৃষ্টি করেন। পরে ৩০ মে নিহত ইমনকে কৌশলে বাসায় ডেকে আনেন আল–আমিন।
বাসায় এনে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। এরপর তাঁদের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ইমনকে ধাক্কা দিলে দেয়ালের সঙ্গে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে।
লাশ গুম যেভাবে
হত্যার পর নিহত ইমনের অটোরিকশাটি গেন্ডারিয়া থানার গঙ্গা শাহ মাজারের সামনে ফেলে আসেন আল-আমিন। পরে বাসায় এসে ঘুমান। ঘুম শেষে দোকান থেকে বস্তা কিনে বাসায় নিয়ে যান। এরপর বস্তায় লাশ ভরে নিজের অটোরিকশায় করে পশ্চিম মোহাম্মদবাগ সোনা মসজিদের পাশের একটি খালি প্লটে ফেলে আসেন। এরপর বরিশালের হিজলা উপজেলায় শ্বশুরবাড়িতে গিয়ে আত্মগোপন করেন।
স্ত্রীর সঙ্গে পরকীয়ার প্রতিশোধ নিতে বন্ধু ইমন কাজীকে (১৭) পরিকল্পিতভাবে হত্যা করেন আল-আমিন শেখ (৩৬)। এ ঘটনায় গতকাল সোমবার বরিশালের হিজলা থানার গোবিন্দপুর খন্না এলাকায় আল-আমিনের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আজ মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, ৩ জুন ডিএমপির কদমতলী থানার পশ্চিম মোহাম্মদবাগ সোনা মারিয়া জামে মসজিদের দক্ষিণ পাশ থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। লাশটি শনাক্ত করার পর নিহতের বাবা মো. লিটন কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫। এরই ধারাবাহিকতায় ছায়া তদন্ত শুরু করে ডিবির ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতকে শনাক্ত করা হয়। গতকাল সোমবার অভিযান চালিয়ে শ্বশুরবাড়ি থেকে ঘাতককে গ্রেপ্তার করা হয়।
যেভাবে হত্যা
গ্রেপ্তার ঘাতকের বরাত দিয়ে হত্যার বিষয়ে হারুন অর রশীদ বলেন, অটোরিকশা চালানোর সূত্রে নিহত ইমন ও আল-আমিনের বন্ধুত্ব গড়ে ওঠে। যার কারণে ভুক্তভোগী ইমন ঘাতক আল-আমিনের বাসায় যাতায়াত করত। আল-আমিনের স্ত্রী মোছা. তানিয়া বেগমের (২২) সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। ইমনের অটোরিকশায় তানিয়া বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতেন। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন আল-আমিন। এরই অংশ হিসেবে ইমনকে পাঁচ হাজার টাকা ধার দেন। পরে সেই টাকার জন্য চাপ সৃষ্টি করেন। পরে ৩০ মে নিহত ইমনকে কৌশলে বাসায় ডেকে আনেন আল–আমিন।
বাসায় এনে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। এরপর তাঁদের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ইমনকে ধাক্কা দিলে দেয়ালের সঙ্গে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে।
লাশ গুম যেভাবে
হত্যার পর নিহত ইমনের অটোরিকশাটি গেন্ডারিয়া থানার গঙ্গা শাহ মাজারের সামনে ফেলে আসেন আল-আমিন। পরে বাসায় এসে ঘুমান। ঘুম শেষে দোকান থেকে বস্তা কিনে বাসায় নিয়ে যান। এরপর বস্তায় লাশ ভরে নিজের অটোরিকশায় করে পশ্চিম মোহাম্মদবাগ সোনা মসজিদের পাশের একটি খালি প্লটে ফেলে আসেন। এরপর বরিশালের হিজলা উপজেলায় শ্বশুরবাড়িতে গিয়ে আত্মগোপন করেন।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৫ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫