Ajker Patrika

বিমানবন্দরে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১০: ৩৮
বিমানবন্দরে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর বিমানবন্দর থেকে ফেনসিডিলসহ রাশেদুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিমানবন্দরের গোলচক্করসংলগ্ন বাবুস সালাম মসজিদের পূর্ব পাশ থেকে আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া রাশেদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নজরুল ইসলামের ছেলে। 

মাদক কারবারিকে গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মিকাইল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘লাগেজের মধ্যে সুকৌশলে লুকিয়ে ট্রেনে করে ঢাকার বিমানবন্দরে এসেছিল রাশেদুল। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ফেনসিডিল ঢাকার উত্তরায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল।’

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর গোলচক্কর সংলগ্ন মসজিদের পূর্ব পাশ থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত