নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রবেশ করে ডাকাতি করার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মোহাম্মদপুরের লালমাটিয়ায় শহীদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাসায় গত ২৯ অক্টোবর ডিবি পরিচয়ে একদল ব্যক্তি ডাকাতি করে। এ ঘটনায় গত ১ নভেম্বর মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। বাসার সিসি ক্যামেরা দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিআইডির পরিদর্শক সালাউদ্দিন করিম। তিনি ডাকাত দলের প্রধান। তিনি সিআইডির ঢাকা মেট্রোর উত্তরে কর্মরত ছিলেন। অপর ব্যক্তিরা হলেন—মো. বাবু, মেহেদী হাসান, বুলবুল চৌধুরী, মনির, শহিদুল ইসলাম ও সামিউল। গ্রেপ্তার ব্যক্তির মধ্যে সামিউল ও বাবু ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ভুক্তভোগী শহীদুল ইসলাম অভিযোগ করেন, আগ্নেয়াস্ত্র ও ডিবির স্টিকার নিয়ে তল্লাশির কথা বলে বাসায় প্রবেশ করে। তারা সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে। টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে নিয়েই ক্ষান্ত হয়নি চক্রটি, এরপর শহিদুলের ভাগনে জাবেদকে অপহরণের পর হত্যার হুমকি দিয়েও অর্থ আদায় করে।
ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। কাগজপত্র যাচাই করে পুলিশ নিশ্চিত হয়েছে এটি সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির নামে নিবন্ধিত গাড়ি। তবে গাড়িটি কয়েক বছর আগে বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রবেশ করে ডাকাতি করার অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মোহাম্মদপুরের লালমাটিয়ায় শহীদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাসায় গত ২৯ অক্টোবর ডিবি পরিচয়ে একদল ব্যক্তি ডাকাতি করে। এ ঘটনায় গত ১ নভেম্বর মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। বাসার সিসি ক্যামেরা দেখে পাঁচজনকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিআইডির পরিদর্শক সালাউদ্দিন করিম। তিনি ডাকাত দলের প্রধান। তিনি সিআইডির ঢাকা মেট্রোর উত্তরে কর্মরত ছিলেন। অপর ব্যক্তিরা হলেন—মো. বাবু, মেহেদী হাসান, বুলবুল চৌধুরী, মনির, শহিদুল ইসলাম ও সামিউল। গ্রেপ্তার ব্যক্তির মধ্যে সামিউল ও বাবু ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ভুক্তভোগী শহীদুল ইসলাম অভিযোগ করেন, আগ্নেয়াস্ত্র ও ডিবির স্টিকার নিয়ে তল্লাশির কথা বলে বাসায় প্রবেশ করে। তারা সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে। টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে নিয়েই ক্ষান্ত হয়নি চক্রটি, এরপর শহিদুলের ভাগনে জাবেদকে অপহরণের পর হত্যার হুমকি দিয়েও অর্থ আদায় করে।
ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। কাগজপত্র যাচাই করে পুলিশ নিশ্চিত হয়েছে এটি সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির নামে নিবন্ধিত গাড়ি। তবে গাড়িটি কয়েক বছর আগে বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২৪ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫