Ajker Patrika

ভয় দেখিয়ে সহকর্মীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
ভয় দেখিয়ে সহকর্মীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নরসিংদীতে একটি রেস্টুরেন্টের ১৯ বছর বয়সী এক সহকর্মীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার অভিযুক্ত রেস্টুরেন্ট কর্মী আশরাফুল আলমের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী। 

আশরাফুল আলম ওরফে আলম (২৫) নরসিংদী পৌর এলাকার নাগরিয়াকান্দি এলাকার মৃত জনি মিয়ার ছেলে ও নাগরিয়াকান্দির শেখ হাসিনা সেতুর পূর্ব পাশের একটি রেস্টুরেন্টের কর্মী। 

মামলার অভিযোগে নির্যাতিতা উল্লেখ করেন, তিনি নাগরিয়াকান্দি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। দুই মাস ধরে নাগরিয়াকান্দির শেখ হাসিনা সেতুর পূর্ব পাশে অবস্থিত পূর্বাশার আলো নামক একটি রেস্টুরেন্টে স্টাফ হিসেবে চাকরি করছেন। আশরাফুল আলমও একই রেস্টুরেন্টে কাজ করেন। এই সুবাদে আশরাফুল আলম বিভিন্ন সময় তাঁকে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ভয়ভীতি দেখাতে থাকেন। গত ১৫ জুন রাত সাড়ে ৯টার দিকে ওই রেস্টুরেন্টের ভেতরের বেকারি কক্ষে বিশ্রাম করার জন্য ঢুকলে আলম সেখানে তাঁকে ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন আশরাফুল আলম। 

সর্বশেষ গত ১৮ জুন সকাল সাড়ে ১০টায় ভয়ভীতি দেখিয়ে তাঁকে নরসিংদী বাজারের (হাজীপুর স্টিল ব্রিজ সংলগ্ন) হোটেল রিভার ভিউতে নিয়ে যান। সেখানে তাঁকে আবার ধর্ষণ করেন আশরাফুল আলম। দিন দিন নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় ওই নারী অতিষ্ঠ হয়ে অভিভাবকদের সব জানান। আজ তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন। 

নরসিংদী সদর মডেল থানার ওসি মো. ফিরোজ তালুকদার বলেন, ‘অভিযোগ পেয়ে নির্যাতিতা নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত