টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িতে ফের হামলা করেছেন নৌকার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শনিবার বিকেল ৫টার দিকে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের গরুহাট সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে আহত দুই সমর্থককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থীর গাড়ির বহরে থাকা দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর মেয়র প্রার্থী জায়েদা খাতুন তাঁর প্রচারে অংশ নেওয়া শতাধিক নেতা-কর্মী নিয়ে গাজীপুরের ছয়দানা এলাকায় ফিরে যান।
জায়েদা খাতুনের প্রধান নির্বাচন সমন্বয়কারী তাঁর ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘এ নিয়ে পাঁচবার আমাদের ওপর নৌকার সমর্থক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করল। আজও গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। তারা পুলিশকেও মানছে না। আমরা পুলিশি পাহারায় টঙ্গী থেকে চলে যাচ্ছি।’
এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করবেন কি না—এমন প্রশ্নে জাহাঙ্গীর বলেন, ‘গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিপূর্বে টঙ্গী পূর্ব থানা একটি মামলা করা হয়েছে। আজকের বিষয়ে সিদ্ধান্ত নেইনি।’
স্থানীয়রা জানান, আজ বিকেলে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গেলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক প্রথমে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে হামলাকারীরা বহরে থাকা অপর দুটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তাঁর মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তাঁর কর্মী-সমর্থকেরা ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় নৌকার সমর্থকেরা একই এলাকায় নৌকার প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে প্রচারণা চালাতে যান। পরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুপক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এ সময় দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
ঘটনার বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি আমার নির্বাচনী প্রচারণায় আছি।’
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের গাড়িতে ফের হামলা করেছেন নৌকার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ শনিবার বিকেল ৫টার দিকে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের গরুহাট সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে আহত দুই সমর্থককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ সময় স্বতন্ত্র মেয়র প্রার্থীর গাড়ির বহরে থাকা দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর মেয়র প্রার্থী জায়েদা খাতুন তাঁর প্রচারে অংশ নেওয়া শতাধিক নেতা-কর্মী নিয়ে গাজীপুরের ছয়দানা এলাকায় ফিরে যান।
জায়েদা খাতুনের প্রধান নির্বাচন সমন্বয়কারী তাঁর ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘এ নিয়ে পাঁচবার আমাদের ওপর নৌকার সমর্থক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করল। আজও গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। তারা পুলিশকেও মানছে না। আমরা পুলিশি পাহারায় টঙ্গী থেকে চলে যাচ্ছি।’
এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করবেন কি না—এমন প্রশ্নে জাহাঙ্গীর বলেন, ‘গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিপূর্বে টঙ্গী পূর্ব থানা একটি মামলা করা হয়েছে। আজকের বিষয়ে সিদ্ধান্ত নেইনি।’
স্থানীয়রা জানান, আজ বিকেলে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গেলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক প্রথমে মেয়র প্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে হামলাকারীরা বহরে থাকা অপর দুটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে টঙ্গী পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তাঁর মা স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তাঁর কর্মী-সমর্থকেরা ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় নৌকার সমর্থকেরা একই এলাকায় নৌকার প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে প্রচারণা চালাতে যান। পরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুপক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এ সময় দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
ঘটনার বিষয়ে জানতে নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি আমার নির্বাচনী প্রচারণায় আছি।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫