Ajker Patrika

নায়িকা–মডেল কাণ্ডে কারও সুনাম ক্ষুণ্ন হয় তা চায় না সিআইডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নায়িকা–মডেল কাণ্ডে কারও সুনাম ক্ষুণ্ন হয় তা চায় না সিআইডি

নায়িকা কিংবা মডেল কাণ্ডে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে কেউ প্রতারণার কোনো অভিযোগ দেয়নি। যদিও মৌখিকভাবে কয়েকজন কিছু বিষয় জানিয়েছেন। এর ওপর ভিত্তি করে কারও সুনাম ক্ষুণ্ন হয় এমন চায় না এ সংস্থা। 

আজ মঙ্গলবার সিআইডির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন সংস্থাটির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। 

তিনি বলেন, তদন্তের প্রয়োজনে সিআইডি থেকে আমরা বেশ কয়েকজনকে ডেকেছি। যদি কেউ মনে করেন কারও সুনাম ক্ষুণ্ন হয় আমাদের জানাবেন। কাউকে যদি না ডাকা হয় মনে করবেন আপনার কোনো বক্তব্য আমাদের প্রয়োজন নেই। 

মাহবুব জানান, সম্প্রতি অভিযানে ১৫টি মামলা বিভিন্ন থানায়,৮টি মামলা সিআইডিতে। মোট আসামি ১০ জন। দুজন অন্য মামলায় বাইরে আছেন। 

চিত্রনায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে সিআইডি প্রধান বলেন, আমাদের জিজ্ঞাসাবাদ করার দরকার ছিল। বিভিন্ন জায়গায় অভিযান করে অভিযুক্তদের ছয়টি গাড়ি ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। ডিজিটাল ডিভাইসগুলো ফরেনসিক করতে দিয়েছি। কেমিক্যাল রিপোর্টও তৈরি করা হচ্ছে। 

আসামিদের সম্পত্তির বিষয়ে খোঁজ খবর নিচ্ছে সিআইডি এ তথ্য জানিয়ে সংস্থাটির প্রধান বলেন, মামলাগুলো এমন যে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তদন্তগুলো আমরা সেভাবেই শেষ করব। 

সংবাদমাধ্যমে বিভিন্ন ব্যক্তির নাম আসা প্রসঙ্গে সিআইডি প্রধান মাহবুব বলেন, আমরা বলতে চাই, খণ্ডচিত্র না, তদন্ত শেষ হলে আমরাই সব বলব। আমাদের একটু সময় দেন, আমরা দ্রুত শেষ করব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত