Ajker Patrika

রাজ ও তাঁর সহযোগী আরও ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজ ও তাঁর সহযোগী আরও ৬ দিনের রিমান্ডে

চিত্রনায়িকা পরীমণির ঘনিষ্ঠ বন্ধু রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজ ও তাঁর সহযোগী সবুজ আলীকে ফের ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রাজধানীর বনানী থানায় করা মাদক নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এই রিমান্ডের আদেশ দেন। 

আজ দুপুরে রাজ ও সবুজকে আদালতে হাজির করে পুলিশ। মাদক মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের ফের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু, অতিরিক্ত পিপি তাপস পাল ও সাজ্জাদুল হক শিহাব রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রচিসহ বেশ কয়েকজন শুনানি করেন। 

গত ৫ আগস্ট এই দুজনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগের দিন সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরীমণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করা হয়। এরপর র‍্যাব অভিযান চালায় প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায়। রাজের কাছ থেকে তিনটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে। এতে বিভিন্ন গোপন পার্টি ও ব্ল্য্যাকমেইলিংয়ের প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন র‍্যাবের কর্মকর্তারা। এ ঘটনায় র‍্যাব বনানী থানায় নজরুল রাজের বিরুদ্ধে মাদক মামলা করে। 

রাজ ও তাঁর সহযোগীকে মাদক মামলায় রিমান্ডে নেওয়ার পর বনানী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়। গত ৬ আগস্ট এই দুজনকে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। ওই মামলায় মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং শুনানি শেষে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 
 
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, রাজ একেক সময় একেক পরিচয়ে চলাফেরা করেন। কখনো চিত্র পরিচালক, কখনো ব্যবসায়ী আবার কখনো রাজনীতিবিদ। প্রতারণার মাধ্যমে তিনি অঢেল টাকার মালিক বনেছেন। নজরুল প্রতারণা ও পর্নো ব্যবসায় তরুণীদের ব্যবহার করে আসছেন। তরুণীদের দিয়ে তিনি ব্ল্যাকমেইলিংয়ের কাজ করতেন। আবার সুন্দরী তরুণীদের ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তিনি ঠিকাদারি কাজ বাগিয়ে আনতেন। আসামি সবুজ তাঁর ম্যানেজার। রাজের সব অনৈতিক কাজের সহযোগী তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত