নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের বর্তমান আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত চৌধুরীকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আটক ডা. রাফাত চৌধুরী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক। সম্প্রতি যেসব তরুণ হিজরত করেছেন, তাঁদের সমন্বয়ক ছিলেন তিনি। আজ বুধবার দুপুরে সিলেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে রাফাতকে আটক করা হয়েছে। যেসব তরুণ হিজরতের নামে বাড়ি ছেড়েছেন, রাফাত তাঁদের সমন্বয় করেছেন। এর আগেও তিনি এ কাজ করেছেন। আমরা সঠিক তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছি। তাঁকে ঢাকায় আনা হচ্ছে।’
পুরান ও নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে রাফাতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ঢাকায় এনে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে ১ নভেম্বর রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সেজাদুল ইসলাম সাহাব তানিম ওরফে ইসা ওরফে আরাফাত ওরফে আনোয়ার ওরফে আনবির (২৪), মো. জাহিদ হাসান ভূঁইয়া (২১) ও সৈয়দ রিয়াজ আহমদ (২২)। তাঁদের তিনজনকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ডা. রাফাতকে গ্রেপ্তার করা হয়।
আরসার সঙ্গে রাফাতের সংশ্লিষ্টতা
জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম সিলেট আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন ডা. রাফাত। ২০২১ সাল থেকে আরসা এবং আরএসওয়ের সঙ্গে যোগাযোগ রাখার তথ্য পেয়েছে সিটিটিসি। তিনি বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তের পাহাড়ি এলাকায় আরসা নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। ২০২১ সালের জুলাই মাসে রাফাত ১৫ তরুণকে নিয়ে মিয়ানমারের আরকান রাজ্যে যাওয়ার জন্য হিজরত করেন।
সিটিটিসি সূত্র জানিয়েছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারকে হত্যার পরিকল্পনাও করেন তিনি। সিলেটের একটি মসজিদে এ নিয়ে কয়েক দফা বৈঠকও করেন।
সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, ‘যেসব তরুণ নিখোঁজ হয়েছেন, রাফাত তাঁদের বাড়ি ছাড়তে ভূমিকা রেখেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে আরও কিছু তথ্য পাওয়া যাবে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের বর্তমান আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত চৌধুরীকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। আটক ডা. রাফাত চৌধুরী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক। সম্প্রতি যেসব তরুণ হিজরত করেছেন, তাঁদের সমন্বয়ক ছিলেন তিনি। আজ বুধবার দুপুরে সিলেট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সম্প্রতি আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। তাঁদের দেওয়া স্বীকারোক্তিতে রাফাতকে আটক করা হয়েছে। যেসব তরুণ হিজরতের নামে বাড়ি ছেড়েছেন, রাফাত তাঁদের সমন্বয় করেছেন। এর আগেও তিনি এ কাজ করেছেন। আমরা সঠিক তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছি। তাঁকে ঢাকায় আনা হচ্ছে।’
পুরান ও নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে রাফাতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ঢাকায় এনে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এর আগে ১ নভেম্বর রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সেজাদুল ইসলাম সাহাব তানিম ওরফে ইসা ওরফে আরাফাত ওরফে আনোয়ার ওরফে আনবির (২৪), মো. জাহিদ হাসান ভূঁইয়া (২১) ও সৈয়দ রিয়াজ আহমদ (২২)। তাঁদের তিনজনকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ডা. রাফাতকে গ্রেপ্তার করা হয়।
আরসার সঙ্গে রাফাতের সংশ্লিষ্টতা
জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম সিলেট আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন ডা. রাফাত। ২০২১ সাল থেকে আরসা এবং আরএসওয়ের সঙ্গে যোগাযোগ রাখার তথ্য পেয়েছে সিটিটিসি। তিনি বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তের পাহাড়ি এলাকায় আরসা নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। ২০২১ সালের জুলাই মাসে রাফাত ১৫ তরুণকে নিয়ে মিয়ানমারের আরকান রাজ্যে যাওয়ার জন্য হিজরত করেন।
সিটিটিসি সূত্র জানিয়েছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারকে হত্যার পরিকল্পনাও করেন তিনি। সিলেটের একটি মসজিদে এ নিয়ে কয়েক দফা বৈঠকও করেন।
সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, ‘যেসব তরুণ নিখোঁজ হয়েছেন, রাফাত তাঁদের বাড়ি ছাড়তে ভূমিকা রেখেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে আরও কিছু তথ্য পাওয়া যাবে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪