Ajker Patrika

হোসেনপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
হোসেনপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুরে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (২৩) ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় মো. মোবারক হোসেন (১৯) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

আজ সোমবার ভোরে হোসেনপুর উপজেলার চর হাজিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মো. মোবারক হোসেন একই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে হোসেনপুর উপজেলায় ওই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে একটি পরিত্যক্ত বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন একই এলাকার মোবারক হোসেন। অন্যদিকে ওই নারীকে বসতভিটায় না পেয়ে খুঁজতে থাকেন তাঁর মা। পরে অনেক খোঁজাখুঁজি করে শহীদ মিয়ার পরিত্যক্ত বসতঘরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তাঁর মেয়ে। তারপর ওই নারীকে তাঁর নিজস্ব ভাষায় জিজ্ঞেস করলে তিনি ইশারা ইঙ্গিতে মোবারক হোসেন ধর্ষণ করেছে বলে জানান। এ ঘটনায় ভুক্তভোগী বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীর বাবা বাদী হয়ে গতকাল রোববার দিবাগত রাতে হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, ‘মামলা রুজুর ৫ ঘণ্টার মধ্যে আমরা আসামি মোবারক হোসেনকে তাঁর বসতভিটা থেকে গ্রেপ্তার করেছি। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত