Ajker Patrika

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির অভিযোগে ২ ফটোগ্রাফার আটক

কক্সবাজার প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজার সমুদ্র সৈকতে দুই পর্যটককে ছবি তুলে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা ও হয়রানির অভিযোগে ২ ফটোগ্রাফারকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের পর্যটন জোনের কলাতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে টুরিস্ট পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে সৈকতে ৩১৯ নম্বর কার্ডধারী ফটোগ্রাফার মো. গোলাম রাব্বি (২৫) একজন পর্যটকের ৪০টি ছবি তোলার মৌখিক চুক্তি করে। ছবি তোলা শেষে সে পর্যটকের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় সব ছবি জোর করে মুছে ফেলে। এ ঘটনায় তাঁকে আটক করা হয়েছে।

অপরদিকে ঢাকার নবাবগঞ্জ থেকে আসা পর্যটক মো. আশিক রানা (১৯) সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় তাঁর পাশে থাকা ১০৬ নম্বর কার্ডধারী ফটোগ্রাফার মো. মতিন হাওলাদার (২৩) তার ক্যামেরায় পানি লাগার অভিযোগে পর্যটককে টেনে হিঁচড়ে ওপরে তুলে এনে ৫ হাজার টাকা দাবি করে। পরে পর্যটকেরা অভিযোগ জানালে তাকেও আটক করা হয়।

এসব ঘটনা বিষয়ে টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘পর্যটকদের সঙ্গে অশোভন আচরণ ও হয়রানির বিষয়টি জানার পরই তাদের আটক করা হয়েছে। আটক দুই ফটোগ্রাফারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত