Ajker Patrika

বিরিয়ানির দোকান থেকে পচা মাংস জব্দ, গন্ডারের মাংস বলে অপপ্রচার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫: ০৫
বিরিয়ানির দোকান থেকে পচা মাংস জব্দ, গন্ডারের মাংস বলে অপপ্রচার

নোয়াখালীর সোনাইমুড়ী বাজারে হাজী বিরিয়ানি নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০০ কেজি মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও তার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। কিন্তু মাংস উদ্ধারের বিষয়টি নিয়ে কয়েকটি অনলাইনে ‘গন্ডারের মাংস’ উদ্ধার বলে ভুল সংবাদ প্রকাশ করা ক্ষোভ প্রকাশ করেছেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান। 

আজ রোববার বিকেলে এ প্রতিবেদককে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১০টার দিকে সোনাইমুড়ী কলেজ গেইট এলাকার হাজী বিরিয়ানিতে আমরা অভিযান চালাই। অভিযানকালে ওই প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা মাংস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাংসগুলো পচা ছিল। এ প্রতিষ্ঠান দীর্ঘ দিনযাবত পচা গলা মাংস বিক্রি ও রান্না করে আসছিল অভিযোগ রয়েছে। 

ইউএনও আরও জানান, পচা মাংস উদ্ধারের পর ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু উদ্ধারকৃত মাংসগুলোকে গন্ডারের মাংস বলে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে যা কারও কাম্য নই। যারা এমন সংবাদ প্রকাশ করেছেন তাদের আরও দায়িত্বশীল হওয়া দরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত