পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকায় বাজারের তিন নৈশপ্রহরীকে (নাইটগার্ড) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে হোটেলের মালিক মো. আজিম উদ্দিন ভূঞা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার বাউরখুমা গ্রামের জলিল মিয়ার ছেলে মো. কামাল উদ্দিন (৩২), উত্তর কাউতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আবদুল জব্বার (৫০) ও পৌর এলাকার খন্দকিয়া গ্রামের মুখলেসুর রহমানের ছেলে মো. মনির হোসেন (৫০)।
জানা গেছে, পরশুরাম বাজার বণিক সমিতির নেতারা শাহজালাল হোটেলের সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করেন। তাঁরা তিনজনই বাজারে নৈশপ্রহরী হিসেবে চাকরি করেন। ব্যবসায়ী নেতারা তাঁদের শনাক্ত করে বাজার বণিক সমিতির অফিসে ডেকে পাঠান। পরে আসামিদের আটক করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করেন। পরশুরাম থানার পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করলে হোটেলে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যমতে, হোটেল থেকে চুরি হওয়া বেশ কিছু মালামাল পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, গত ১২ আগস্ট রাতে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলের সরজার শাটার কেটে ভেতরে ঢুকে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়।
পরশুরাম বাজার বণিক সমিতির সভাপতি লোকমান উজ জামান আল আজাদ বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনজনই দীর্ঘদিন ধরে বাজারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।’
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁরা তিনজনই পরশুরাম বাজার বণিক সমিতির অধীনে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছু চোরাই মাল জব্দ করা হয়েছে।
ফেনীর পরশুরামে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকায় বাজারের তিন নৈশপ্রহরীকে (নাইটগার্ড) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে হোটেলের মালিক মো. আজিম উদ্দিন ভূঞা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার বাউরখুমা গ্রামের জলিল মিয়ার ছেলে মো. কামাল উদ্দিন (৩২), উত্তর কাউতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আবদুল জব্বার (৫০) ও পৌর এলাকার খন্দকিয়া গ্রামের মুখলেসুর রহমানের ছেলে মো. মনির হোসেন (৫০)।
জানা গেছে, পরশুরাম বাজার বণিক সমিতির নেতারা শাহজালাল হোটেলের সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করেন। তাঁরা তিনজনই বাজারে নৈশপ্রহরী হিসেবে চাকরি করেন। ব্যবসায়ী নেতারা তাঁদের শনাক্ত করে বাজার বণিক সমিতির অফিসে ডেকে পাঠান। পরে আসামিদের আটক করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করেন। পরশুরাম থানার পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করলে হোটেলে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যমতে, হোটেল থেকে চুরি হওয়া বেশ কিছু মালামাল পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, গত ১২ আগস্ট রাতে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলের সরজার শাটার কেটে ভেতরে ঢুকে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়।
পরশুরাম বাজার বণিক সমিতির সভাপতি লোকমান উজ জামান আল আজাদ বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনজনই দীর্ঘদিন ধরে বাজারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।’
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁরা তিনজনই পরশুরাম বাজার বণিক সমিতির অধীনে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছু চোরাই মাল জব্দ করা হয়েছে।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১১ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে