Ajker Patrika

পটিয়ায় সিএনজি ছিনতাই চক্রের ৪ জন গ্রেপ্তার

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
পটিয়ায় সিএনজি ছিনতাই চক্রের ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় দুটি সিএনজি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে সংঘবদ্ধ সিএনজি ছিনতাই চক্রের হোতাসহ চারজনকে ধরা পড়েছে। পরে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। 

গতকাল রোববার উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হাতিয়ার ঘোনা বৈলতলী সড়কের রফিক মিয়া বাড়ির সামনে থেকে দুটি সিএনজি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের চোখ পড়লে স্থানীয় জনতা এ খবরটি পটিয়া থানা-পুলিশে দিলে তাঁরা এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। 

আটককৃতরা হলেন, চন্দনাইশের মোজাহের মিয়ার ছেলে নুর মোহাম্মদ প্রকাশ হোসেন (৩০), আব্দুল আজিজের ছেলে মো. জিয়াউল হক (২২), আনোয়ার ইসলাম প্রকাশ বাবুর ছেলে সাদ্দাম হোসেন সজিব (১৯) ‍এবং মো. জুনু মিয়ার ছেলে মোহাম্মদ মনির হোসেন (২৬)। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে নুর মোহাম্মদ সিএনজি চোর চক্রের অন্যতম সদস্য। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই সিএনজি এবং চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। 

পটিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় তারা সিএনজি চুরির সঙ্গে জড়িত। তারা অভিনব কৌশল প্রয়োগ করে সিএনজি চুরি করত। সাধারণত ভোর অথবা গভীর রাতে সিএনজি চুরি করত। প্রথমেই একটি সিএনজিকে টার্গেট করত। তারপর টার্গেটকৃত সিএনজির চালক কোথাও চা অথবা অন্য কিছু খাওয়ার সময় কৌশলে চেতনানাশক ট্যাবলেট খাইয়ে দিত। এরপর নিজেরাই উক্ত সিএনজি ভাড়া করে কিছুদূর যাওয়ার পর অজুহাত দেখিয়ে সিএনজি দাঁড় করাত। কয়েক মিনিটের মধ্যে সিএনজি চালক অচেতন হয়ে পড়লে তারা চালককে রাস্তায় ফেলে দিয়ে সিএনজি নিয়ে পালিয়ে যেত। পরবর্তী সময়ে বিভিন্ন অজ্ঞাত ফোন নাম্বার ব্যবহার করে সিএনজি মালিকের নিকট বিকাশের মাধ্যমে টাকা দাবি করত। তারা ৭ থেকে ১০ দিন সময় নিয়ে সিএনজি মালিকের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চালাত। চোরাই সিএনজি ফেরত দিতে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত নিত। টাকা পাওয়ার পর কোন প্রত্যন্ত এলাকায় সিএনজি রেখে মালিককে ফোন করে জানিয়ে দিত। 

এ ব্যাপারে পটিয়া থানার উপপরিদর্শক হিরু বিকাশ জানান, কৌশলে সিএনজি চালককে চেতনানাশক ট্যাবলেট খাবারের সঙ্গে মিশিয়ে সিএনজি ছিনিয়ে নেওয়ার ঘটনা উপজেলার বিভিন্ন স্থানে ঘটলেও এত দিন এদের ধরা সম্ভব হচ্ছিল না। কিন্তু আমাদের পুলিশ টিমের সদস্যরা নানা মাধ্যম থেকে পাওয়া তথ্যগুলো নিয়ে দীর্ঘদিন ঘরে সংঘবদ্ধ চক্রটিকে ধরার জন্য কাজ করছে আসছিল। রোববার শোভনদন্ডী এলাকা থেকে দুটি সিএনজি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেলে তাদের ধাওয়া করে চক্রের হোতাসহ চারজনকে আটক করে পুলিশকে খবর দিলেই আমরা তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে চুরি ছিনতাই মামলা রজু করে গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

হিরু বিকাশ আরও বলেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেওয়া গেলে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত