Ajker Patrika

চকরিয়ায় পুলিশ ফাঁড়ির ১০০ গজ দূরে তরুণকে ছুরি মেরে হত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় পুলিশ ফাঁড়ির ১০০ গজ দূরে তরুণকে ছুরি মেরে হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচরে (বিএমচর) মো. শেফায়েত হাবিব (২০) নামে এক তরুণকে প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের ১০০ গজ দূরে বেতুয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে হাবিবের মৃত্যু হয়। তিনি পূর্ব বড়ভেওলা ইউনিয়নের কালাগাজী সিকদারপাড়ার প্রবাসী সাহাব উদ্দিনের ছেলে ও উপজেলা পর্যায়ে ফুটবলার ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে বিএমচর স্কুলপাড়ার তারিকুল ইসলাম মিশুর (২০) সঙ্গে শেফায়েত হাবিবের তর্কাতর্কি হয়। এরই জের ধরে মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিএমচর বেতুয়াবাজার এলাকায় ফের হাবিব ও মিশুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিবকে ছুরিকাঘাত করেন মিশু। 

রক্তাক্ত অবস্থায় হাবিবকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাবিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। 

এদিকে মঙ্গলবার হাবিবের হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে পূর্ব বড়ভেওলা ও বিএমচরের শত শত নারী-পুরুষ বেতুয়া বাজারের মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন। 

এ বিষয়ে মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে হাবিব ও মিশুর মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন হাবিব। চমেকে নেওয়ার পথে তিনি মারা যান। অভিযুক্ত মিশুকে গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি দল অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত