Ajker Patrika

সোনাইমুড়ীতে মাদকসেবনে বাধা দেওয়ায় যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৬ মে ২০২১, ১২: ২৪
সোনাইমুড়ীতে মাদকসেবনে বাধা দেওয়ায় যুবককে হত্যা

নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় মো. মাহফুজুর রহমান (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকসেবীরা। গতকাল বুধবার দিবাগত রাত ৯ টার দিকে সাত ঘরিয়া গ্রামের কাজীরখিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান ওই এলাকার শহীদ উল্যার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কাজীরখিল বাজারে যাওয়ার সময় বাড়ীর পাশের বাগানে আল আমিনকে (১৭) গাঁজা সেবন করতে দেখেন মাহফুজ। এসময় গাঁজাসহ আল আমিনকে ধরে স্থানীয় মুরব্বিদের হাতে তুলে দেন তিনি। রাত বাড়ী ফেরার পথে ইশতিয়াক (১৯) ও আরমান হোসেন (১৭) দেশিয় অস্ত্র নিয়ে মাহফুজের ওপর হামলা চালায়। এসময় তারা ধারালো ছুরি দিয়ে মাহফুজের বুকের বাম পাশে, তল পেটে, হাত ও পায়ে এলোপাথাড়ি জখম করে। মাহফুজের চিৎকারে বাড়ী থেকে তার চাচা ও চাচাতো ভাই এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় মাহফুজকে উদ্ধার করে বজার মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন জানান, গত শবে-বরাতের রাতে একই বাড়ীর ইশতিয়াককে মাদক সেবন করতে বাধা দেয় মাহফুজ। এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়েছিল। এ ঘটনার জের ধরে ইশতিয়াক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও জানান তিনি।

সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হবে। ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত