Ajker Patrika

খেলা নিয়ে বিতণ্ডা, এতিমখানার ৩১ ছাত্রকে মারধর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
খেলা নিয়ে বিতণ্ডা, এতিমখানার ৩১ ছাত্রকে মারধর

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ক্রিকেট ও ফুটবল খেলা নিয়ে বিতণ্ডার জেরে একটি এতিমখানায় হামলা চালিয়ে ৩১ জন ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় শহরের কলেজপাড়া এলাকার মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানায় এ ঘটনা ঘটে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। 

আহতরা হলো-সালমান ফারসি (৯), নাদিম (১০), ওসমান (১০), সামাউন (১০), আব্দুলাহ (১৩), জাকারিয়া (৯), ইব্রাহিম (১৫), সাইদুল ইসলাম (১১), ফরহাদ (৯), মুজ্জামেল (১৪), জাহিদ (১৩), জুনায়েদ (১৩), ইয়ামিন (৯), ইসমাইল (১১), আমির হামজা (১২), ওমর ফারুক (১০), আসাদ উল্লাহ (১২), রিফাত (১৩), ওয়াসিম (১২), সিয়াম (১৩), ফজলে রাব্বী (১৪), সালমান (১৭), তোফাজ্জল (১৩), রেদুয়ান (১০), মোবারক (১৪), সালমান ফারসি (১৬), আকিব (৮), তানভীর (১৪), সিয়াম (১৪), আশরাফুল (১০) এবং রাকিব (১০)। 

এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা মো. ইমরান জানান, বিকেলে এতিমখানার পাশে ছাত্ররা খেলছিল। এ সময় স্থানীয় এক ছেলের সঙ্গে তাঁদের বিতণ্ডা হয়। পরবর্তীতে সন্ধ্যায় স্থানীয় নারী-পুরুষ দল বেধে এসে এতিমখানায় হামলা চালিয়ে ছাত্রদের পিটিয়ে আহত করে। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশের ওসি মো. এমরানুল ইসলাম জানান, এতিমখানার ছাত্ররা কলেজপাড়া বালুরমাঠে ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় এক তরুণ খেলতে বাধা দেয় ছাত্রদের। ওই তরুণ ক্রিকেট খেলবে জানিয়ে এতিমখানার ছাত্রদের চলে যেতে বলে। এ নিয়ে বিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত