Ajker Patrika

অর্ধকোটি টাকা আত্মসাত: ইবিএলের সাবেক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২১: ০৩
অর্ধকোটি টাকা আত্মসাত:  ইবিএলের সাবেক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড

অর্ধকোটি টাকা আত্মসাতের দায়ে চট্টগ্রামের ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সাবেক কর্মকর্তা মো. ইফতেখারুল কবির ও তাঁর সহযোগী মাহমুদুল হাসানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে মো. ইফতেখারুল কবিরকে ২৬ বছর ও মাহমুদুল হাসানকে ১৩ বছরের সাজা দেওয়া হয়। 

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ এই রায় দেন।  ২০১৯ সালের ২৭ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর

উপসহকারী পরিচালক বর্তমানে সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

সাজা প্রাপ্তরা হলেন—ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ওআর নিজাম রোড শাখার ব্যাংকিং প্রায়োরিটি ম্যানেজার মো. ইফতেখারুল কবির ও চট্টগ্রামের খুলশী থানার ৩ নম্বর লেনের  নিশাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আনোয়ারুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান। 

দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, আদালতের রায়ে আসামি মো. ইফতেখারুল কবিরকে ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে কমপক্ষে ১৩ বছর খাটতে হবে। একই সঙ্গে ১ কোটি ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরেক আসামি মাহমুদুল হাসানকে ১৩ বছর সশ্রম কারাদণ্ডসহ ৭৬ লাখ ৩০ হাজার জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১ বছর ৪ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে মাহমুদুল হাসানকে ১৩ বছরের কারাদণ্ড দিলেও জেল খাটতে হবে ৫ বছর।’ 

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৩ জুলাই প্রথম ইবিএলে যোগদান করেন এই মামলার প্রধান আসামি ইফতেখারুল কবির। পরে ২০১৯ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রামের ওআর নিজাম রোড শাখায় বদলি হন তিনি। এরপর টাকা আত্মসাতের উদ্দেশে বিভিন্ন গ্রাহকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন ইফতেখারুল কবির। ওই শাখায় রূপন কিশোর বড়ুয়া নামে এক গ্রাহকের একটি যৌথ অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা ছিল। 

 ২০১৯ সালের ১৩ মার্চে রূপন কিশোর ব্যাংকে হাজির হলে টাকা গুলো এফডিআর করতে বলেন ইফতেখারুল কবির। এরপর এফডিআর খোলা হয়েছে জানিয়ে ভুক্তভোগীকে জাল কাগজ ধরিয়ে দেন ইফতেখারুল কবির। পাশাপাশি কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে ফান্ড ট্রান্সফারের কাগজে স্বাক্ষর নিয়ে নেন। এরপর এসব টাকা নিশাত এন্টারপ্রাইজের মালিক মাহমুদুল হাসানের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। 

পরে এ ঘটনায় ২০১৯ সালের ২৭ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক বর্তমানে সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪২০,৪০৯, ৪৬৭,৪৬৮, ৪৭১,৪৭৭ (ক) ও ১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়। 

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ তদন্ত ও মামলার চার্জশিট দেওয়ার পর আদালত এই রায় দেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত