Ajker Patrika

টেকনাফে রোহিঙ্গাদের উপর্যুপরি ছুরিকাঘাতে নবজাতকের মা খুন

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৩: ৪০
টেকনাফে রোহিঙ্গাদের উপর্যুপরি ছুরিকাঘাতে নবজাতকের মা খুন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে মোহছেনা আক্তার (২৩) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকায় ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে ওই নারী খুন হন। 

মোহছেনা আক্তার (২৩) স্থানীয় মোহাম্মদ আলীর স্ত্রী। তাঁর ৩৫ দিনের নবজাতকসহ দুই মেয়ে রয়েছে। 

স্থানীয় বেশ কয়েকজন জানান, মোহাম্মদ আলীর সঙ্গে সৎ ভাইয়ের বসতির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ সৎ ভাইয়েরা রোহিঙ্গা শিবিরে তাঁদের মায়ের সঙ্গে বাঁশ করে। এ বিরোধের জের ধরে ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসীদের মাধ্যমে আলীকে খুন করতে গিয়ে ওই নারীকে খুন করে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদ আলী দম্পতির নবজাতক হওয়ার কারণে বাড়িতে বেশ কয়েক দিন ধরে দুই কক্ষে আলাদা করে ঘুমান তাঁরা। ভোররাতে ৭ থেকে ১০ জন দুর্বৃত্ত মাটির দেয়াল ভেঙে বাড়িতে প্রবেশ করে বারান্দায় থাকা স্ত্রী মুখোমুখি হয়। তিনি কে বা কারা জানতে চাইলে স্বামীর খোঁজ নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ভেতরের কক্ষে থাকা স্বামী মোহাম্মদ আলী জানতে পেরে চিৎকার শুরু করে। পরে দুর্বৃত্তরা দরজা ভেঙে ভেতরে ঢুকে। ততক্ষণে স্বামী ঘরের সিলিংয়ে উঠে পড়ে। এ দিকে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

আলীর বরাত দিয়ে স্থানীয় নারী ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস জানান, মোহাম্মদ আলীর সৎভাইদের সঙ্গে তাঁদের দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে তাঁকে খুন করতে এসে তাঁকে না পেয়ে স্ত্রীকে খুন করেন। এ ব্যাপারে একাধিকবার সালিসও হয়েছিল। 

হোয়াইক্যং ফাঁড়ি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, একদল দুর্বৃত্ত অন্ধকারে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জড়িতদের অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত