Ajker Patrika

বান্দরবানে মাকে হত্যা দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে মাকে হত্যা দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ে আলী আহম্মদ (৫৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়াও তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। ঘটনার ২৪ বছর পর এ রায় দেওয়া হলো। 

দণ্ডপ্রাপ্ত আলি আহম্মদ (৫৪) জেলার লামা উপজেলার মেরাখোলা বেগুনঝিরি এলাকার রওশন আলী ছেলে। 

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্র পক্ষে সরকারি কৌঁসুলি মো. ইকবাল করিম বলেন, ‘আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।’ 

আদালতে এজাহার দেওয়া তথ্য অনুযায়ী, রওশন আলী দুটি বিয়ে করেছিলেন। পরে উভয় সংসারে দুই পরিবার মাঝে সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ১৯৯৮ সালের ৩০ জুন (মঙ্গলবার) সকালে স্থানীয় মাতামুহুরি নদীতে পানি আনতে যান ফাতেমা বেগম (৪০)। পানি নিয়ে ফেরার পথে আলী মোহাম্মদ ধারালো দা দিয়ে তাঁর সৎ মা ফাতেমা বেগমকে ঘাড়ে কোপ মারেন। এতে ঘার থেকে মাথা দু ভাগ হয়ে গেলে মাটিতে লুটে পড়েন ফাতেম বেগম। ঘটনাস্থল থেকে পালিয়ে যান আসামি আলী। পরে ধাওয়া করলে মেরাখোলা স্কুল থেকে তাঁকে আটক করা হয়। 

সূত্রমতে, নিহত নারীর সন্তানেরা ছোট এবং স্বামী বৃদ্ধ ও বধির হওয়ায় মৃতের আত্মীয় মো. সিরাজ বাদী হয়ে লামা থানায় মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা আসামিকে দোষ স্বীকার করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হলে আসামি আলী আহাম্মদ দোষ করে স্বীকার করেন। এরই প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তার অভিযোগ দাখিল করার পর মামলাটি বিচার নিষ্পত্তির জন্য দায়রা জজ আদালতে স্থানান্তরিত করা হয়। 

পিপি অ‍্যাডভোকেট ইকবাল করিম বলেন, মামলায় ছয়জন সাক্ষী সাক্ষ্য দেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আসামির জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার (২১ নভেম্বর) দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইঁয়া মামলায় আলী আহাম্মদকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করে রায় দেন। এ সময় আসামি আলী আহাম্মদ আদালতে হাজির ছিলেন। পরে আসামিকে জেল হাজতে পাঠানো হয়। 

মামলায় সরকার পক্ষে ছিলেন পিপি ইকবাল করিম। আসামি পক্ষে ছিলেন অ‍্যাডভোকেট জয়নাল আবদীন ভূঁইয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত